বলিউড,বিনোদন,গসিপ,যশ,টলিউড,Bollywood,Entertainment,Gossip,Tollywood,Yash

Moumita

‘বলিউড, সাউথ-কে নিয়ে হাসাহাসি করত, আজ বলিউড ধ্বংস’, বলিউড নিয়ে বিষ্ফোরক মন্তব্য যশ’র

করোনা অতিমারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বিনোদন জগৎ আবার সবচেয়ে বেশি বদলও এসেছে এই ক্ষেত্রেই। দর্শকদের পছন্দ অপছন্দ বদলানোর সঙ্গে সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রি (South Industry) ক্রমশ মাথায় তুলে দাঁড়িয়েছে। আর সেই জায়গায় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বেসর্বা বলিউড (Bollywood) এখন ধুঁকছে। অস্তিত্ব বজায় রাখতে তাবড় তাবড় তারকারাও ছুটছে টলিউডে। আর এই সুযোগেই বলিউডকে ঠুকে দিলেন ‘কেজিএফ’ খ্যাত ‘যশ'(Yash)।

   

শুধু ভারত নয়, বিশ্বজুড়ে কার্যত রাজত্ব করছে KGF। আয়ের নিরিখে একের পর এক রেকর্ড গড়েছে ছবিটি। মূলত এই ছবির হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন যশ। বর্তমানে এই দক্ষিণী তারকাই এসেছেন মুম্বই ঘুরতে। আর সেখানেই একটি সর্বভারতীয় সংবাদ সম্মেলনে বলিউড এবং টলিউডের সফর সম্পর্কে নিজের মতামত রাখেন অভিনেতা।

এইদিন কোনোরকম রাখঢাক না করেই তিনি বলেন, দশ বছর আগেও উত্তর ভারত বা হিন্দি বলয়ে দক্ষিণী ছবির ভাবমূর্তি ছিল অন্য রকম। দক্ষিণী ছবিকে তখন এক রকম অবহেলার ভঙ্গিতেই দেখা হত। সাউথ মুভির হিন্দি ডাবিং জনপ্রিয়তা পেলেও একটা বড়ো অংশের মানুষের কাছে তা ছিল হাসির খোরাক। ছবির চিত্রায়ন, অভিনয়, বিশেষ করে অ্যাকশন সিনগুলি ছিল বলিউডের কাছে হাসির বিষয়।

বলিউড,বিনোদন,গসিপ,যশ,টলিউড,Bollywood,Entertainment,Gossip,Tollywood,Yash

এমনকি ছবিগুলি ঠিকঠাক ডাব-ও করা হতনা হিন্দি ইন্ডাস্ট্রিতে। ভুলভাল ডাবিং দিয়ে আরো বেশি হাস্যকর করে তোলা হত ছবি গুলিকে। তবে এই চিত্র বদলে যায় এস এস রাজামৌলির আগমনের পর। প্যান ইন্ডায়া ছবি ‘বাহুবলী’ এক অন্য মাত্রায় নিয়ে যায় দক্ষিণী ইন্ডাস্ট্রিকে। অভিনেতার কথায়, দক্ষিণী ইন্ডাস্ট্রিকে প্রয়োজনীয় ধাক্কাটা দিয়েছিল রাজামৌলি পরিচালিত এই ছবিটি।

বলিউড,বিনোদন,গসিপ,যশ,টলিউড,Bollywood,Entertainment,Gossip,Tollywood,Yash

সাংবাদিক সম্মেলনে যখন যশকে জিজ্ঞেস করা হয়, তিনি কি মনে করেন যে, বলিউডের আজ তাকে প্রয়োজন? উত্তরে অভিনেতা জানান, ‘এই মুহূর্তে দর্শকরা কেবল ভাল চলচ্চিত্র চায়। আমি বলিউডে বিশ্বাস করিনা। এখানে আমরা সবাই সম্মানের জন্য লড়াই করছি। আমাদের সাথে এমন ব্যবহার করুন যেভাবে এই দেশে প্রতিটি অভিনেতার সাথে আচরণ করা হয়।’

বলিউড,বিনোদন,গসিপ,যশ,টলিউড,Bollywood,Entertainment,Gossip,Tollywood,Yash

এর সাথে অভিনেতা আরো যোগ করেন, বেশ অনেক বছর ধরেই দক্ষিণী ছবিগুলির হিন্দি ডাবিং সম্প্রচারিত হচ্ছে টিভি চ্যানেলগুলিতে। তবে আজকের উন্মাদনা কিন্তু আগে ছিলনা। বর্তমান দিনে দক্ষিণী ছবি ডাব করার জন্য রীতিমতো কম্পিটিশন চলে হিন্দি বলয়ে। সর্বোপরি অভিনেতার বিশ্বাস যে, দক্ষিণী ইন্ডাস্ট্রি তরতরিয়ে এগিয়ে চলেছে এবং বলিউড শেষ হচ্ছে।