Koushik Dutta

মন্দিরে ব্যবহার করা ফুল ফেলা যাবে না জলে, তৈরি হবে ধুপ কাঠিঃ আদিত্যনাথ

গোরক্ষনাথ মন্দিরে বড় ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছে, মন্দিরে ব্যবহার করা ফুল আর নদীতে ফেলার দরকার হবে না। এটা দিয়েই তৈরি হবে ধুপ। এই ধুপের নাম রাখা হয়েছে ‘আশীর্বাদ’। ভারতের মেডিকেলস অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস এবং মহোরোগী গোরক্ষনাথ কৃষি বিজ্ঞান কেন্দ্র যৌথভাবে এই অসাধ্য সাধন করেছে।