অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, দীঘা-পুরীর মতো ঘিঞ্জি নয়, কলকাতার কাছেই আছে স্বর্গসুখ, মিলবে ইলিশও!

নিউজশর্ট ডেস্কঃ রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির মরশুম চলছে। তবুও আদ্রতা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। কিন্তু মানুষের মন একটু সময় পেলেই ঘুরতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। অফিসের রোজকার রুটিন ছেড়ে দু-একদিনের জন্য নিরিবিলি পরিবেশের সময় কাটাতে ভালোবাসেন অনেকেই। তাই একটু সময় পেলেই ধারে কাছে দিঘা(Digha) কিংবা পুরি(Puri) বা দার্জিলিং ঘুরতে চলে যান তারা।

এই একঘেয়ে জায়গায় যেতে যেতে নতুন অফবিট জায়গার সন্ধান করেন পর্যটকেরা। আপনিও নিশ্চয়ই অফবিট জায়গা ঘুরতে যাওয়ার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন, কিন্তু কিছুতেই ভালো জায়গার সন্ধান পাচ্ছেন না। আজকের এই প্রতিবেদনে এমনই এক অজানা জায়গার কথা বলব। যেখানে ঘুরতে গেলে আর ফিরে আসতে মন চাইবে না। এই জায়গাটার নাম হলো গেঁওখালি(Geonkhali)।

এখানে ঘুরতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইলিশের বিভিন্ন পদ খাবার উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে খুব একটা দূরে যেতে হবে না কলকাতা থেকে মাত্র কয়েক কিমি দূরেই অবস্থিত এই জায়গা। কলকাতা থেকে হলদিয়া যাওয়ার পথেই এই জায়গায় ঘুরে যেতে পারবেন আপনি। এখানে যেতে হলে ট্রেনে করেও যেতে পারেন কিংবা লঞ্চে করেও যেতে পারেন।

লঞ্চ করে যেতে চাইলে আপনাকে গাদিয়াড়া গাড়ি থেকে ধরতে হবে। এখানে ইলিশ মাছের আরত রয়েছে তাই বাড়ির জন্য বেশ কিছু ইলিশ মাছ ও আপনি কিনে আনতে পারেন। এছাড়া এখানে একটি চার্চ রয়েছে। এই জায়গাতেও আপনি ঘুরতে পারেন। তাই সময় নষ্ট না করে মাঝে একদিনের ছুটি পেলে পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন গিয়ে ওখানে।

Avatar

Papiya Paul

X