নিউজশর্ট ডেস্কঃ সারা বছরের অফিসের চাপ, ক্লান্তি কাটিয়ে অল্প কিছুদিনের ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন ভ্রমণ প্রিয় বাঙালিরা। কখনো এই ভ্রমণের ডেস্টিনেশন(Destination) হয় পাহাড় কিংবা সমুদ্র বা জঙ্গল। একঘেয়ে দীঘা(Digha)-পুরী(Puri) কিংবা দার্জিলিঙে(Darjeeling) সব সময় যেতে পছন্দ করেন না অনেক পর্যটকেরা। অচেনা অজানা নিরিবিলি পরিবেশের সন্ধান করেন তারা। বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় এরকম বহু অফবিট জায়গার সন্ধান মেলে।
যেখানে মানুষ নিরিবিলিতে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারেন। আজকের এই প্রতিবেদনে এমনই এক অচেনা পাহাড়ি গ্রামের সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনি যদি পূজোর ছুটিতে বেড়ানোর জন্য কোন অফবিট জায়গার সন্ধান খুঁজে থাকেন তাহলে এই জায়গাটি একেবারেই আদর্শ। চলুন তাহলে এই জায়গাটি সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে বলা যাক।
এই জায়গাটির নাম দাঁড়াগাও(Daragaon)। চারিদিকে পাহাড়ে ঘেরা এই ছোট্ট গ্রাম খুব সহজেই মন জয় করে নেবে আপনার। এখানে চারিদিক জুড়ে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা পাইন গাছ। এছাড়া এই গ্রামে গেলে আপনি সিঙ্কোনা গাছের সন্ধানও পাবেন। এর পাশাপাশি দর্শন করতে পারবেন কাঞ্চনজঙ্ঘাও। এখানেই রয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। এর পাশাপাশি কালিম্পং, লাভা, লোলেগাও, এর মত ভিউ পয়েন্ট গুলো আপনি চোখে দেখার সুযোগ পাবেন। এখানে রয়েছে ডেলো পাহাড়। আপনি চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। এর সাথে পাওনা রয়েছে ট্রেকিং করার সুবিধা।
কিভাবে যাবেন?
আপনি শিলিগুড়ি থেকে কোন গাড়ি বুক করে কিংবা শেয়ারে চলে যেতে পারেন এই দাঁড়াগাঁও। কালিম্পং থেকেও একইভাবে পৌঁছে যেতে পারেন। এখানে খুব সুন্দর কিছু হোমস্টে থাকার জন্য রয়েছে। মাথাপিছু বারোশো টাকা খরচ করলেই আপনি এখানে থেকে যেতে পারেন। তাহলে পুজো এবার ঘুরতে যাবার জন্য পারফেক্ট ডেস্টিনেশন কিন্তু দাঁড়াগাঁও।