নিউজশর্ট ডেস্কঃ ঘুরতে যেতে কে না ভালোবাসে, আর বাঙালীর তো সব সময় ঘুরু ঘুরু মন। দু-একদিনের ছুটি পেলেই বাঙালিরা ঘুরতে চলে যান দি-পু-দা, অর্থাৎ দিঘা(Digha),পুরি(Puri) কিংবা দার্জিলিং-এ(Darjeeling)। তবে শুধু এই তিনটে জায়গাই নয় এমন কিছু জায়গা রয়েছে যেখানে দিনের দিন ঘুরে ফিরে আসা যায়। আজকে এই প্রতিবেদনে এমনই এক ঘুরতে জায়গার কথা আপনাদেরকে বলবো।
যেখানে আপনি চাইলে রবিবার করেও ঘুরে আসতে পারেন। লোকাল ট্রেনে চড়েই আপনারা এই জায়গায় ভ্রমণ করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে শিয়ালদা(Sealdaha) স্টেশন। এরপর সেখান থেকে নামখানা বা কাকদ্বীপগামী যে কোন একটি ট্রেনে চেপে কুলপি স্টেশনে নামতে হবে। এরপর টোটো ভাড়া করেও যেতে হবে কুলপি মোড়। সেখানে হেঁটে বা আবার টোটো নিয়ে পৌঁছে যেতে পারেন কুলপি নদীর ধারে।
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনি চোখ ফেরাতে পারবেন না। মাত্র ৭০ টাকা খরচেই রবিবারের দুর্দান্ত ভ্রমণ হয়ে যাবে আপনার। এর সাথে পরিবারের লোকজনদেরও মন ভালো হয়ে যাবে। ধীরে ধীরে এই জায়গার ও পরিচিতি বাড়ছে তাই পিকনিক করার জন্য বহু মানুষ এখানে ভিড় জমান। ওখানে গিয়ে ভটভটিতে চেপে ঘুরে আসতে পারবেন নাম না জানা দ্বীপে।
কবি জীবনানন্দ দাশ এই নদীর পাড়ে বসেই তার কবিতা লিখেছিলেন। পাখির কলরব, ওইদিকে নদীর কলকল শব্দে মন শান্ত হয়ে যাবে। বাড়ি ফিরতে ইচ্ছেই করবে না আপনার। কিন্তু বাড়িতে তো আসতেই হবে, তাই সময় পেলেই আবার যে কোনদিন ঘুরে আসতে পারবেন।