you can travel this offbeat destination near digha

Papiya Paul

ক্যানসেল একঘেয়ে দীঘা-পুরী, বাড়ির কাছের এই অচেনা সি-বিচে চলে যান, মুগ্ধ হয়ে যাবে আপনার মন

নিউজশর্ট ডেস্কঃ একঘেয়ে দীঘা(Digha)-পুরী(Puri) ঘুরতে গিয়ে বোর হয়ে গেছেন মানুষজন। তাই একটু অন্যরকম এবং অচেনা জায়গায় ঘুরতে যেতে চাইছেন বাঙালিরা। বর্তমানে ইন্টারনেটের যুগে একটু খোঁজাখুঁজি করলেই নিজের বাড়ির আশেপাশে এই বেশ কিছু অফবিট ডেস্টিনেশন(Offbeat Destination) সম্পর্কে জানা যায়।

   

তবে আপনাদের এই খোঁজাখুঁজির ঝামেলা দূর করতে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে একটি দুর্দান্ত সমুদ্র সৈকত সম্পর্কে জানাবো। এখানে দীঘার মত এত ভিড় নেই। একেবারেই নিরিবিলি এলাকায় আপনি নিজের মতো বেশ কিছুটা সময় উপভোগ করতে পারবেন। কলকাতা থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে রয়েছে এই লালগঞ্জ(Lalganj) সমুদ্র সৈকত।

একদিন কিংবা দু’দিনের ছুটি থাকলে আপনি পরিবারকে নিয়ে এখান থেকে ঘুরে আসতেই পারেন। আর এখন তো বর্ষার মৌসুম চলছে। এই বর্ষার মরশুমে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো। আপনার যদি নিজের গাড়ি থাকে তাহলে তো যাতায়াতের ক্ষেত্রে কোন সমস্যাই নেই। আর যদি গাড়ি নাও থাকে তাহলে আপনি ট্রেনে করে এখানে পৌঁছে যেতে পারেন।

শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে উঠে আপনাকে নামখানা নামতে হবে। সেখানে অটো করে পৌঁছে যেতে পারবেন লালগঞ্জ। এখান থেকে খুব কাছেই রয়েছে বকখালি। এখানে থাকার জন্য ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। আপনি টেন্টে বসেই সমুদ্রের গর্জন শুনতে পারবেন। একদম হাতের নাগালের মধ্যেই সমুদ্রকে দেখতে পাবেন। এই টেন্টের ভাড়া সাধারণত ১৩০০ থেকে ১৫০০ মধ্যে হয়। বেশ সুস্বাদু খাবারেরও ব্যবস্থা রয়েছে এখানে। তাই আর দেরি না করে সময় সুযোগ বুঝে ঘুরে আসুন এই লালগঞ্জ থেকে।