Arijit

‘তরুণরা ভয় পেতেন কুম্বলেকে’, বিস্ফোরক বোর্ডের প্রাক্তন ক্রীড়া প্রশাসক

পাঁচ বছর আগে পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি হারার পরে উত্তাল হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেট। প্রধানত ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তৎকালীন ভারতীয় দলের হেড কোচ অনিল কুম্বলে। দুজনের ঝামেলা এতটাই বড় আকার ধারণ করেছিল যে নিজের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন অনিল কুম্বলে।

   

এবার এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলে বিস্ফোরক তথ্য সামনে আনলেন বোর্ডের প্রাক্তন সিএজি বিনোদ রাই। 2017 সালে সুপ্রিম কোর্ট বিনোদ রাইকে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরদের প্রধান করে। এবং তিনি প্রায় তিন বছর ধরে ভারতীয় ক্রিকেট চালান। সেই সময় ভারতীয় ক্রিকেটের সমস্ত ঘটনা খুব সামনে থেকে দেখেছেন তিনি।

সম্প্রতি নিজের আত্মজীবনী নিয়ে একটি বই প্রকাশ করেছেন বিনোদ রাই। সেখানে তিনি লিখেছেন, ‘অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথোপকথনে জানতে পারি, কুম্বলে শৃঙ্খলার ক্ষেত্রে খুব কঠোর ছিলেন। তাই দলের সদস্যরা তাঁর সঙ্গে খুব খুশি ছিলেন না। আমি এই ইস্যুতে বিরাট কোহলির সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি বলেছিলেন যে, কোচ কুম্বলে যে ভাবে কাজ করেছিলেন, তাতে দলের তরুণ সদস্যরা খুব ভয় পেয়েছিলেন।’