Arijit

‘শেষ দিকে ধোনি যা সুবিধে পেয়েছিল, আমি তা পাইনি’, হঠাৎই বিস্ফোরক যুবরাজ

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন যুবরাজ সিং। এতদিন পর্যন্ত ভারতীয় ক্রিকেটে যে সমস্ত অলরাউন্ডাররা খেলেছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিলেন তিনি। তবে হটাৎ করেই ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন যুবরাজ, বলা ভালো বাধ্য হয়ে অবসর নিতে হয় যুবিকে।

   

অনেক ক্রীড়াবিদ বিভিন্ন সময় অভিযোগ করেন যে খেলোয়াড় জীবনের শেষ দিকে দল বা সংশ্লিষ্টদের থেকে সমর্থন পাওয়া যায় না। বহু ক্রীড়াবিদ বিভিন্ন সময় এই অভিযোগ করেছেন। এ বার এই অভিযোগ শোনা গেল 2007 এবং 2011 বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংহের গলায়।

যুবরাজ বলেন, “ভারতীয় ক্রিকেটে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা শেষের দিকে দলের কাছ থেকে তেমন কোন সমর্থন পায়নি। বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্ণণের মতো ক্রিকেটাররা তাদের ক্রিকেট জীবনের শেষ দিকে দল থেকে তেমন সমর্থন পাননি। এছাড়াও যুবি বলেন 2014 সালে টিটোয়েন্টি বিশ্বকাপের পর আমার পাশে কেউ দাঁড়ায় নি বরং বাদ যেতে পারি এমনই একটা আবহ তৈরি করে রাখা হয়েছিল দলের মধ্যে।”
এছাড়াও যুবি বলেন, ‘ধোনির মতো কেউ কেউ ভাগ্যবান থাকেন যাঁরা ক্রিকেট জীবনের শেষেও দলের থেকে প্রচুর সমর্থন পান। সকলেই তাঁর পাশে থাকেন।,