Arijit

কিভাবে ফাঁসালেন দক্ষিণ আফ্রিকাকে, ম্যাচ শেষে জানালেন চাহাল

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে বিশেষ করে সীমিত ওভারের ফরম্যাটে ভারতীয় দলের অন্যতম সেরা বোলার যুজবেন্দ্র চাহাল। যুজবেন্দ্র চাহালকে ছাড়া ভারতীয় বোলিং আক্রমন ভাবায় যায় না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি টি20 ম্যাচে জাদু দেখাতে পারেনি তাঁর কব্জি। তার ফল ভুগতে হয়েছিল ভারতকে। পর পর দু’ম্যাচে হেরে গিয়েছিল ভারত।

   

তবে প্রথম দুটি ম্যাচে বল হাতে বল হাতে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করলেন যুজবেন্দ্র চাহাল। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে ম্যাচ জেতালেন তিনি। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চার ওভার বল করে মাত্র কুড়ি রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন চাহাল। দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

ম্যাচের সেরা হয়ে চাহাল বলেন, ‘‘আগের দুই ম্যাচে অনেক বেশি গতিতে বল করছিলাম। এই ম্যাচে নিজের সিম বদলাই। বলের গতি কমিয়ে বেশি ঘোরানোর চেষ্টা করেছি। নিজের শক্তি অনুযায়ী বল করেছি। পিচ থেকেও সাহায্য পেয়েছি। তাই সফল হয়েছি। আগের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা রিভার্স সুইপ মারছিল। রিভার্স সুইপ মারলে সেই অনুযায়ী ফিল্ডিং সাজায় এবং পরিকল্পনা কাজে লেগেছে।’’