Zee Bangla Jagaddhatri Serial will be ending for Parineeta star cast Ankita and Soumyadeep opens up

‘পরিণীতা’কে জায়গা দিতে মৃত্যু দেখিয়ে শেষ হবে জগদ্ধাত্রী? অবশেষে মুখ খুললেন খোদ জ্যাস-স্বয়ম্ভু

পার্থ মান্নাঃ জি বাংলার জনপ্রিয় মেগার মধ্যে অন্যতম জগদ্ধাত্রী সিরিয়াল। এই বিষয়ে কোনো দ্বিমত নেই, কারণ দুবছর পেরিয়েও শেষ প্রকাশিত TRP তালিকায় চতুর্থ স্থানে দেখা গিয়েছে ধারাবাহিকটিকে। কিন্তু দর্শকদের চিন্তার শেষ নেই, কেন? কারণ কিছুদিন আগেই প্রকাশ্যে ইচ্ছে নতুন মেগা ‘পরিণীতা’র প্রোমো, সাথে জল্পনা শেষ হচ্ছে জগদ্ধাত্রী। জল্পনার আগুনে ঘি পরে যখন চ্যানেলের তরফ থেকে ‘পরিণীতা’র টাইম স্লট ঘোষণা করা হয়। সম্প্রতি চরমে উঠেছে চ্যানেলের সাথে দর্শকদের দ্বন্দ্ব!  তাই আসল ব্যাপার কি জানাতে মুখ খুললেন জগদ্ধাত্রী জুটি সৌম্যদীপ ও অঙ্কিতা।

পরিণীতা আসতেই চিন্তায় দর্শকেরা

বিগত সোমবার জি বাংলার তরফ থেকে জানানো হয় ১১ই নভেম্বর থেকে শুরু হচ্ছে পরিণীতা। একইসাথে জানিয়ে দেওয়া হয় সন্ধ্যে ৭টার স্লটে দেখা যাবে। এখানেই শুরু গন্ডগোলের! বর্তমানে সন্ধ্যে সাতটা থেকেই হয় জগদ্ধাত্রী সিরিয়ালের সম্প্রচার। তবে কি ১০ তারিখেই শেষ হবে জগদ্ধাত্রী?

মৃত্যু দেখিয়ে শেষ হবে জগদ্ধাত্রী?

জল্পনার জেরে যখন আলোচনা তুঙ্গে তখনই দেখা যায় মারা যাচ্ছে জগদ্ধাত্রী। ব্যাস! রীতিমত মাথায় বাজ পড়ে জ্যাস ভক্তদের। তাহলে কি বাচ্চার জন্মদিতে গিয়ে মৃত্যু হবে জগদ্ধাত্রীর? এভাবেই শেষ হবে পছন্দের মেগা? হাজারো প্রশ্নের জেরে রীতিমত ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। এদিকে এর কয়েক ঘন্টার মধ্যেই উধাও পরিনীতার স্লট ঘোষণা করা প্রোমোটিও।

জগদ্ধাত্রী নিয়ে মুখ খুললেন সৌম্যদীপ ও অঙ্কিতা

সত্যিই কি শেষ হচ্ছে জগদ্ধাত্রী? জানার জন্য সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেতা সৌম্যদীপের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি তো জানি জগদ্ধাত্রী শেষ হচ্ছে না আপাতত এটুকুই।’ এরপর স্লট বদলে যাবে কি না সে কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমার ধারণা সন্ধ্যে ৭টার স্লটেই চলবে সম্প্রচার।

এদিকে জ্যাস অভিনেত্রী অঙ্কিতার সাথেও যোগাযোগ করা হয়। তাঁর মতই, ‘তোমাদের মত আমিও পরিণীতার টাইমিং সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পেরেছি। জগদ্ধাত্রী বন্ধ হচ্ছে, এমন কোনো খবর চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার তরফ থেকে আমাকে জানানো হয়নি।’ তাই আগামী কয়েক দিনের মধ্যেই আসল সত্যি প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, শুধুমাত্র পরিণীতাই নয় আরও একটি মেগা আসন্ন জি বাংলার পর্দায়। মিঠাই সিরিয়ালখ্যাত আদৃত রায় কামব্যাক করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। সেখানে অভিনেত্রী পারিজাত চৌধুরীর সাথে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতাকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X