zee bangla mukut serial will be end soon for low trp

অতি জঘন্য TRP, মাত্র ৪ মাসেই বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় এই সিরিয়াল!

নিউজশর্ট ডেস্কঃ টিআরপি(TRP) তালিকাতে জায়গা না হলেই এখন রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাংলা সিরিয়াল(Bengali Serial)। জি বাংলা(Zee Bangla) হোক কিংবা স্টার জলসা(Star Jalsa) এই দুই চ্যানেলের কাছেই টিআরপি শেষ কথা। টিআরপি কম থাকলে মাঝপথে বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়াল। এই ঘটনা গত কয়েক মাস ধরে বহুবার ঘটে আসছে।

আর এবার বন্ধের মুখে জি বাংলার আরও একটি জনপ্রিয় সিরিয়াল। এই সিরিয়ালের রেটিং শুরু থেকেই অনেক কম। টিআরপি রেটিং-এর দিকে লক্ষ্য রাখলে বোঝা যায় স্টার জলসাকে একপ্রকার টেক্কা দিচ্ছে জি বাংলা। কিন্তু তবুও জি বাংলার বেশ কিছু সিরিয়াল যেমন খেলনা বাড়ি, গৌরী এলো, মুকুট, ইচ্ছেপুতুল এগুলোর রেটিং অনেকটাই কম। তাই আগামী দিনে বন্ধের মুখে রয়েছে এই সমস্ত ধারাবাহিক। ঠিক যেমন এবার বন্ধ হতে চলেছে ‘মুকুট'(Mukut)।

মাত্র চার মাসের মাথাতে টিআরপির অভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এই সিরিয়াল। প্রসঙ্গত, কয়েক মাস আগেই স্টার জলসায় শেষ হয়েছে মাধবীলতা সিরিয়াল যেখানে লিড চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবণী ভূঁইয়া। মুকুট ধারাবাহিকেও তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু এই ধারাবাহিক ও বেশি দিন টিকলো না।

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র বিপরীতে শুরু হয়েছিল এই ধারাবাহিক। অনুরাগের ছোঁয়াকে টক্কর দেওয়া তো দূর চার মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এই সিরিয়াল। গত কয়েক মাসে বন্ধ হয়েছে  বালিঝড়, মেয়ে বেলা, সোহাগ জলের মত একাধিক সিরিয়াল।

Papiya Paul

X