Neem Phooler Madhu Krishna comes between Srijan Parna Romance and shows disgust

বৃষ্টিভেজা রাতে ফের কাছাকাছি সৃজন-পর্ণা! বাজ পড়ল বাবুউউর মাথায়, দেখুন কি হবে আজকের পর্বে

নিউজশর্ট ডেস্কঃ সন্ধ্যে নামলে সিরিয়াল দেখতে বসেন অথচ জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) দেখেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দায়। তাছাড়া বর্তমানে চলছে ধ্যাষ্টামো জ্যেঠুর বিয়ে ও ফুলশয্যার পর্ব। না না নতুন করে বিয়ে নয়, বিবাহ বার্ষিকী উপলক্ষে ফের বিয়ের আয়োজন করা হয়েছিল। তাতেই জ্যেঠুর উৎসাহ একেবারে দেখার মত। অবশ্য এই বাহানায় আরও কিছুটা কাছে এসেছে সৃজন-পর্ণা।

গতকালের পর্বেই দেখা গিয়েছে ফুলশয্যার রাতে খুনসুটিতে মেতেছে জ্যেঠু জ্যেঠিমা। একেরপর এক উপহার দিয়েছে জ্যেঠু। এদিকে পর্ণাকে সাবাশি দিতে ব্যস্ত সৃজন। কথার মাঝে পর্ণার হাত ধরে ধন্যবাদ দিতেই পর্ণা ভাবতে শুরু করে কেন সৃজনের হাত ধরলেই মনে হয় আর কোনো দুঃখ নেই? তারপরেই দেখা যায় খানিক ঝোড়ো হাওয়া দিতে শুরু করে আর তারই মধ্যে কারেন্ট চলে যায়।

Neem Phooler Madhu Srijan said Krishna that he will staty with parna

এরপরেই ঝমঝমিয়ে নাম বৃষ্টি আর সাথে চালু রোম্যান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিকে ‘কাভি যে বাদল বর্সে’ গান। বেশ কিছুক্ষণ একেঅপরের দিকে তাকিয়ে থাকার পর অবশেষে নিজের মনের কথা আর চেপে রাখতে পারে না। সৃজন। পর্ণাকে জানিয়ে দেয় যে খুব খুব ভালোবেসে ফেলেছে তাকে। এরপর রোম্যান্টিক একটা কিস হবে বলেই মনে করেছিল দর্শকেরা। কিন্তু সেখানেই হল বজ্রাঘাত!

ঠিক সময় ঘরে হাজির বাবুউউর মা। মাকে দেখে চমকে ওঠে সৃজন ও পর্ণা দুজনেই। এরপর পর্ণার দিকে তাকিয়ে ছিঃ ছিঃ করে সেখান থেকে বেরিয়ে যায় কৃষ্ণা। বড় ভুল করতে চলেছে বলে নিজেকেই দুষতে শুরু করে সে। এদিকে কৃষ্ণা দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে আফসোস করতে থাকে স্মৃতি চলে যাওয়ার পরেও পর্ণার থেকে নিজের বাবুউউকে আলাদা করতে পারল না সে। তবে এতো সহজে হাল ছাড়াতে নারাজ সে!

আরও পড়ুনঃ ‘দেবীপক্ষে দেবীর বিচার চাই’, তিলোত্তমার হয়ে লাইভ এসে কি বললেন অরিজিৎ সিং? দেখুন ভিডিও

সৃজনের দ্বিতীয় বৌ সুইটিকে খুঁজতে গিয়ে কৃষ্ণা দেখে যে সে রান্নাঘরে লুকিয়ে মাংসের হাড় চিবাচ্ছে। তাকে গিয়ে সব বলার পর ঠিক করে যে এবার অন্য রাস্তা নিতে হবে পর্ণাকে সৃজনের থেকে আলাদা করার জন্য। এদিকে সৃজন পরে ক্ষমা চাইতে এলেও তাকে ঘর থেকে বের করে দেয় পর্ণা। এবার কিভাবে আবার সবটা স্বাভাবিক হবে সেটাই দেখার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X