Zee Bangla New Serial Parineeta will start soon which serial will go off air

‘পরিণীতা’কে জায়গা দিতে কপাল পুড়ল কার? শেষ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল

পার্থ মান্নাঃ বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানে বাংলা সিরিয়াল। জি বাংলা হোক বা ষ্টার জলসা সন্ধ্যে নামলেই একাধিক মেগা সম্প্রসারিত হয়। তবে মুশকিল হল আজকাল টিআরপি কমলেই লালবাতি জলে যায় ধারাবাহিকগুলিতে। বদলে দখল নেয় নতুন সিরিয়াল। সম্প্রতি নতুন মেগা পরিণীতার প্রোমো আসতেই কার যাত্রা শেষ হবে এই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল দর্শকেরা। এবার প্রকাশ্যে এল সেই মেগার নাম।

শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা

অনেকেই ধারণে করেছিলেন যে ‘নিম ফুলের মধু’ হয়তো শেষ হয় যাবে। কিন্তু তেমনটা হচ্ছে না। যদিও জল্পনা ছিল যে হয়তো সৃজন-পর্ণার কাহিনীকেই শেষ করা হতে পারে। তবে বিগত কয়েক দিনের একেরপর এক ধামাকা পর্ব বুঝিয়ে দিয়েছে পর্ণা থাকছে। তাছাড়া টিআরপি তালিকাতেও বেশ ভালোই ফল করছে নিম ফুলের মধু।

তাহলে কোন মেগা শেষ হচ্ছে? উত্তর জানতেই পর্ণা ভক্তদের মুখে হাসি ফুটলেও আরেক দলের মন খারাপ। কেন? কারণ ‘পরিণীতা’কে জায়গা করে দিতে শেষ হচ্ছে জি বাংলার সুপারহিট মেগা ‘জগদ্ধাত্রী’। একসময়ের বেঙ্গল টপার ধারাবাহিক শেষ হচ্ছে শুনে খানিক চমকে গিয়েছেন দর্শকেরা। সম্প্রতি এই খবর জানানো হয়েছে ‘কারেন্ট বস’ ইউটিউব চ্যানেলের তরফ থেকে।

নভেম্বরেই হবে শেষ শুটিং!

কবে শেষ হচ্ছে জগদ্ধাত্রী? এই প্রশ্নের উত্তরও মিলেছে। যান যাচ্ছে আগামী নভেম্বর মাসের শেষের দিকেই নাকি শেষ শুটিং হবে। অর্থাৎ নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতেই হয়তো শেষ হবে জগদ্ধাত্রী। স্বাভাবিকভাবে এই খবর পাওয়ার পর হতাশ জ্যাস ভক্তরা।

শুরুর দিকে ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বর্তমানে কিছুটা কমেছে। অবশ্য টিআরপি তালিকায় সেরা দশের মধ্যেই থাকে ধারাবাহিকটি। শেষ রিপোর্টেও ৫ এর মধ্যেই রয়েছে নাম। তাছাড়া এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তাই কবে ঘোষণা আসে সেটাই দেখার অপেক্ষা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X