Mithai

কৃষ্ণরূপে ফিরে এল‌ মিঠি, মিঠাই কি পারবে রহস্যের সমাধান করতে? ‘মিঠাই’তে বড়োসড়ো চমক

টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় তথা চর্চিত ধারাবাহিক (Bengali Serial) হল ‘মিঠাই’ (Mithai)। একটা সময় টিআরপি তালিকায় দাপটের সাথে রাজ করেছে ধারাবাহিকটি। আজও তার জনপ্রিয়তা কম নয়। নতুনদের ভিড়ে হয়ত আগের মত টিআরপি আর নেই, তবে মিঠাই-র প্রতি মানুষের ভালোবাসা একইরকম আছে।

ধীরে ধীরে নাকি পরিণতির দিকে এগোচ্ছে ‘মিঠাই’-এর গল্প। টেলিপাড়ায় জোর গুঞ্জন আগামি মাসেই শেষ হচ্ছে বাংলার টেলিভিশনের সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় মেগা ‘মিঠাই’। স্টুডিওপাড়ার খবর, জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’কে দেওয়া হবে ‘মিঠাই’র স্লটে।

যদিও এই বিষয় নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কিন্তু তাতেও গুঞ্জন থামছে না। আর এসবের মধ্যেই জি বাংলা সামনে নিয়ে এল বেশকিছু স্টিল ফটো। যা দেখে কার্যত চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ঠিক কী হতে চলেছে মোদক পরিবারে? সবটাই যেন বোঝার বাইরে।

যারা মিঠাইয়ের নিয়মিত দর্শক তারা তো জানেনই যে, মিঠি আর সিদ্ধার্থকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। গোটা মোদক পরিবার উঠেপড়ে লেগেছে তাদের খুঁজতে। কুসুমপুরে গিয়ে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। এখন সত্যিই তাদের কেউ কিডন্যাপ করেছে নাকি মিঠিই গল্পের ভিলেইন, সেটা আপাতত চ্যানেল কর্তৃপক্ষই জানে।

জি বাংলার এই পোস্টে দেখা যাচ্ছে, কৃষ্ণবেশে আত্মপ্রকাশ করেছে মিঠি। কৃষ্ণবর্ণ গাত্র, হাতে বাঁশি, পোশাক আশাক সবই কৃষ্ণের মত। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “মিঠাই কি পারবে, ‘কৃষ্ণরূপী’ মিঠি-র রহস্য সমাধান করতে?” আর এতেই বেড়েছে জল্পনা।

https://www.instagram.com/reel/CqcqV4HhrGj/?utm_source=ig_web_copy_link 

পোস্টের কমেন্ট বক্সেও দেখা গেল নানা ধরনের সব মন্তব্য। কেউ লিখেছেন, ‘মিঠিকে ভিলেইন না বানিয়ে, যদি মিঠাইয়ের স্মৃতি ফেরানোর জন্য এসব করা হয় তাহলে ঠিক। কিন্তু কোনোভাবেই যদি মিঠিকে ভিলেইন বানিয়ে দেওয়া হয় তাহলে পুরো গল্পটা নষ্ট হয়ে যাবে।’ এখন আগামী দিনে কী হতে চলেছে তা জানার জন্য দেখতে হবে ‘মিঠাই’।

Avatar

Moumita

X