Zee Bangla Upcoming Serial Mittir Bari featuring Adrit Roy and Parijat Chaudhuri

নতুন প্রেমের গল্প নিয়ে ফিরছেন আদৃত রায়, প্রকাশ্যে নতুন নায়িকা সহ সিরিয়ালের নাম

পার্থ মান্নাঃ বাংলা সিরিয়ালের হ্যান্ডসাম নায়ক আদৃত রায়কে চেনে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। জি বাংলার ‘মিঠাই’ সিরিয়ালের দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। ধারাবাহিক শেষ হয়ে অনেকটা সময় কেটে গেলেও আদৃতের জনপ্রিয়তায় ভাতা পড়েনি। কবে তাঁকে নতুন রূপে দেখা যাবে তার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। সম্প্রতি বহুপ্রতীক্ষিত সেই সুখবর পাওয়া গেল।

ছোটপর্দায় কামব্যাক করছেন আদৃত রায়

কিছুদিন আগেই টলিপাড়ায় জল্পনা শুরু হয় শীঘ্রই নতুন ধারাবাহিকে নায়ক হিসাবে ফিরছেন আদৃত রায়। জানা যাচ্ছে, এন আইডিয়াজের প্রযোজনায় একটু হটকে প্রেমের গল্পে দর্শকদের মন কেড়ে নিতে প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। জয়েন্ট ফ্যামিলির এই গল্পে নায়িকা হবেন কে? এই নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে নেটিজেনদের মধ্যে।

কে হচ্ছেন আদৃতের নতুন নায়িকা?

প্রথমে জানা যায় স্বীকৃতি মজুমদারকে দেখা যাবে। যদিও সেই জল্পনায় ইতি হয় অল্পদিনের মধ্যেই। তারপর খবর মেলে দেবের বাঘাযতীন ছবির নায়িকা সৃজা দত্তের সাথেই নাকি জুটি বাঁধবেন আদৃত। খবর কনফার্ম করতে সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীকে ফোন করা হলে তিনি আপাতত সিরিয়াল করছেন না স্পষ্ট জানিয়ে দেন সৃজা। প্রশ্ন হল তাহলে কি হচ্ছেন আদৃতের নায়িকা?

সম্প্রতি খোঁজ মিলল আদৃতের নতুন নায়িকার। একইসাথে জানা গেল আসন্ন সিরিয়ালের সম্ভাব্য নাম। সূত্রমতে, আদৃতের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে। হ্যাঁ ঠিকই ধরেছেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর ছোট্ট ইন্দু চরিত্রে অভিনয় কেড়েছিলেন অভিনেত্রী। এবার তাঁর সাথেই জুটি বাঁধতে চলেছেন আদৃত।

এবার প্রশ্ন ধারাবাহিকের নাম কি হতে চলেছে? এরও সম্ভাব্য উত্তর মিলেছে। জানা যাচ্ছে নতুন মেগার নাম হতে চলেছে ‘মিত্তির বাড়ি’। যেখানে আদৃত-পারিজাত ছাড়াও শঙ্কর চক্রবর্তী, অনুরাধা রায়, দুলাল লাহিড়ী থেকে অম্লান মজুমদারের মত তারকাদের দেখা যাবে। সম্ভবত এবছরের শেষের দিকেই জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিকটি। তাই আপাতত প্রথম প্রোমো আসার জন্য অপেক্ষা করতে হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X