নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) ‘ইচ্ছেপুতুল'(Iccheputul) ধারাবাহিকে খলনায়িকা ময়ূরীকে একদমই সহ্য করতে পারেন না দর্শকেরা। সেই শুরুর থেকে নিজের বোন মেঘের জীবন নষ্ট করার জন্য একটার পর একটা ফন্দি এঁটেছে সে। এখনো মেঘের জীবন বিষিয়ে তোলার জন্য নানারকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইচ্ছে করে ময়ূরীর ষড়যন্ত্রেই মেঘ এবং নীলের সম্পর্ক আলাদা হয়ে গিয়েছে। শ্বশুরবাড়ির লোকেদের কাছেও মেঘকে খারাপ করে তুলেছে এই ময়ূরী।
এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন, এই মুহূর্তে ধারাবাহিকে গিনির বিয়ের ট্রাক চলছিল। এদিন গিনির বিদায়ের সময় জিষ্ণু মেঘের জন্য বাড়ির বাইরে অপেক্ষা করবে জানতে পেরে সেই বিষয়টাকে নিয়ে বিরাট কান্ড ঘটিয়েছে নীল। সেই সময় মেঘ এবং মেঘের বাবা নীলকে কড়া জবাব দিয়ে তার মুখ বন্ধ করে দিয়েছে। তবে ময়ূরী তো এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না সে আবার মেঘ এবং জিষ্ণুর সম্পর্ক নিয়ে বাজে বাজে মন্তব্য করে নীলের মন বিষিয়ে দিতে থাকে।
ওইদিকে গিনির বিয়ের দিন থেকেই মিনির মনে রূপকে নিয়ে একটা অস্বস্তি কাজ করে। তার দিকে তাকানো দেখে বিরক্ত হয় মিনি। আজকের এই পর্বে দেখা যাবে, গিনির বিদায়ের সময় রূপ কায়দা করে নিজের মাকে দিয়ে মিনিকেও তাদের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলবে। কিন্তু সেই সময় বাড়ির বড়দের আপত্তিতে রূপের প্ল্যান ভেস্তে যায়। এরপরেই আবার গিনির বিদায়ের পর নীলের মা মেঘকে নিয়ে নানারকমের অপমানজনক কথা শুরু করলে লাল তাকে যোগ্য জবাব দিয়ে চুপ করিয়ে দেবে।
গতকালের পর্বে দেখানো হয়েছে, মেঘ যখন তার বাবার সঙ্গে কথা বলবে ঠিক সেই সময় আগ বাড়িয়ে এসে ময়ূরী মেঘকে সাবধান করবে, যাতে মেঘ নীলের বাড়ি আর না যায়। মেঘ তখন উল্টে ময়ূরীকে চ্যালেঞ্জ দিয়ে বলবে এবার সাবধান হওয়ার পালা তার। ময়ূরীকে এক্সপোজ করবে অন্য কেউ।
.মেঘ জানিয়ে দেয় যে রূপের সঙ্গে গিনির বিয়ের পর এবার গিনি বুঝতে পারবে রূপ কেমন চরিত্রের মানুষ তাই খুব তাড়াতাড়ি ময়ূরীর আসল চেহারাটা সকলের সামনে আসতে চলেছে। মেঘের এই চ্যালেঞ্জ পেয়ে খানিকটা ভয় পেয়ে যায় ময়ূরী তার চোখে মুখে সেই ভাব লক্ষ্য করা যায়। আগামী দিনের সত্যিই মেঘ ময়ূরীর মুখোশ খুলতে পারবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।