যাদবপুরের ছাত্রী থেকে বাংলা সিরিয়ালে নায়িকার অফার! রইল জি বাংলার ‘ফুলকি’র আসল পরিচয়

নিউজশর্ট ডেস্কঃ Actress Divyani Mondol Studied In Jadavpur University: সেই শুরুর থেকে টিআরপি(TRP) তালিকায় দুর্দান্ত রেজাল্ট করে আসছে ‘জি বাংলা’র(Zee Bangla) ‘ফুলকি'(Phulki)। আর এই ধারাবাহিকে অসাধারণ অভিনয় গুণের জন্য দর্শকদের কাছে জায়গা করে নিয়েছে নবাগতা নায়িকা দিব্যানি মন্ডল(Divyani Mondol)। চলুন তাহলে অভিনেত্রীর আসল পরিচয় জেনে নিই।

বয়সে কম হলেও কাজের দিক থেকে বর্তমান সময়ে নায়িকাদের টেক্কা দিচ্ছেন এই ফুলকি। মডেলিং দুনিয়ায় এক জনপ্রিয় নাম দিব্যানির। মুর্শিদাবাদের এই মেয়ে এর আগে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করে ফেলেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University) থেকে পড়াশোনা করছেন তিনি। এই মুহূর্তে এই বিশ্ববিদ্যালয় নিয়ে চারিদিকে হৈচৈ করে গিয়েছে।

জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বরাবরই অভিনয়ের দিকে ঝোঁক ছিল তার। ফিল্ম স্টাডিস নিয়ে পড়াশোনা করার ইচ্ছেও ছিল। এদিকে কেরিয়ারের শুরুতেই জি বাংলার মতো একটা চ্যানেলের তরফ থেকে অভিনয়ের সুযোগ আসতেই সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি। তবে অনেকের মনে প্রশ্ন কিভাবে তিনি অভিনয় জগতে এলেন? জি বাংলার পরিচিত মুখ আয়ুশের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন ফুলকি। সেখান থেকে এই চ্যানেল কর্তৃপক্ষের নজরে আসেন তিনি। আর ফুলকি করার জন্য অফার যায় তার কাছে।

নবাগতা নায়িকার কথায়, “এত তাড়াতাড়ি এত ভালো একটা প্লাটফর্ম পাবো সেটা আমি সত্যিই ভাবিনি। প্রত্যেক সপ্তাহের টিআরপি লিস্টটা অনুপ্রাণিত করে। ওটা দেখি আর ভাবি পরের সপ্তাহে আরো ভালো পারফর্ম করতে হবে।” তবে এটা কিন্তু বলতেই হবে প্রথম সিরিয়াল করে একেবারে বাজিমাত করে দিয়েছেন পর্দার ফুলকি।

Papiya Paul

X