ক্রিকেটের বাইশ গজ হোক কি টেলিভিশনের (Television) পর্দা, সবেতেই ছক্কা হাঁকিয়েছেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। ময়দানে রাজ করার পর এবার টেলিভিশনেও রাজ করছেন তিনি। সৌরভ সঞ্চালিত শো ‘দাদাগিরি’র (Dadagiri) জনপ্রিয়তা এখন অন্য পর্যায়ে পৌঁছে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে তার এই শো-র জন্য অপেক্ষা করে থাকে আট থেকে আশি সকলেই।
দাদাগিরি ভক্তদের মধ্যে আপনিও কি একজন? তাহলে আপনার জন্য রয়েছে এক বড় সুখবর। কারণ খুব শীঘ্রই শুরু হতে চলেছে দাদাগিরির নতুন পর্ব। খুব শীঘ্রই একবার শুরু হবে বাঙালির অত্যন্ত প্রিয় শো ‘দাদাগিরি আনলিমিটেড’(Dadagiri Unlimited)। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই নয়টি সিজন পার করেছে এই শো। আর এবার তার তার সিজন ১০-এ পদার্পণ করবে।
এখন নিশ্চয় এটা জানার জন্য মুখিয়ে আছেন যে, ঠিক কবে থেকে দেখতে পাবেন এই শো? এই প্রশ্নের উত্তর জানার জন্য মিডিয়া পৌঁছেছিল জি বাংলার চিফ ক্লাস্টার অফিসার (ইস্ট প্রোগ্রামিং) সম্রাট ঘোষের কাছে। তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে, অনুরাগীদের পুজো পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
সম্রাট ঘোষের কথায়, “পুজোর কাছাকাছি সময়ে আসবে ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায়ই থাকবেন সঞ্চালক রূপে। আগের ফরম্যাটেই এবারের শো হওয়ার কথা রয়েছে।” প্রসঙ্গত উল্লেখ্য, এখন জি বাংলায় শনি ও রবিবার রাত ৯.৩০ মিনিটে আসে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)।
এই শো-টি শেষ হলেই শুরু হবে দাদার ‘দাদাগিরি’। কানাঘুষা খবর, এই স্লটেই আসবে প্রোগ্রামটি। যাইহোক, সৌরভ গাঙ্গুলির এই শো-টি মূলত একটি কুইজ শো। এই শো-তে অংশ গ্রহন করে বহু তারকারাও। দাদাগিরির প্রথম পথচলা শুরু হয় ২০০৯ সালে। প্রথম দুটি সিজন হোস্ট করার দায়িত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলি নিজেই। তবে তৃতীয় সিজনটি হোস্ট করেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে সেই সিজনটি অতটাও জনপ্রিয়তা অর্জন করেনি। সেই কারণে চতুর্থ সিজনে আবারও সৌরভ গাঙ্গুলিকে আনা হয়।