Papiya Paul

‘গাঁটছড়া’-কে নকল করছে জি বাংলা! টিআরপি জিততে আসছে আরেক তিন বোনের গল্প

‘গাঁটছড়া’ কে টেক্কা দিতে এবার জিবাংলা নিয়ে আসছে আর এক নতুন সিরিয়াল। আর এই সিরিয়ালের শুরুতেই সমালোচনা শুরু হচ্ছে। মনে করা হচ্ছে, গাঁটছড়া সিরিয়ালের নকল করছে জি বাংলার নতুন এই সিরিয়াল। এর কারণ হলো গাঁটছড়ার মতোই তিন বোনের গল্প নিয়ে জি বাংলা নতুন ধারাবাহিক আনছে।

   

বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার প্রথম স্থান দখল করতে পারছে না জিবাংলা। সেই জায়গা দখল করে ফেলেছে স্টার জলসার তুরুপের তাস গাঁটছড়া। আর তাই নতুন কোনো সিরিয়াল দিয়ে টক্কর দিতে চাইছে জি বাংলা। জি বাংলার নতুন সিরিয়ালটির প্রযোজনা করছেন ফ্রেন্ডস কমিউনিকেশন এর কর্ণধার ফিরদৌসল হাসান। যিনি বর্তমানে সান বাংলার দুটি ধারাবাহিক ‘অগ্নিশিখা’ ও ‘সাথী’র প্রযোজনা করছেন।

এই নতুন সিরিয়ালের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেখা যাবে সন্ধীপ চৌধুরীকে। জানা গেছে, এই ধারাবাহিকে তিন বোনের চরিত্রে অভিনয় করবেন সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায় ও সৌমি চট্টোপাধ্যায়। এখানে বড় বোনের চরিত্রে থাকবে সুকন্যা, মেজো বোনের চরিত্রে অভিনয় করবেন সোহিনী, আর ছোট বোনের চরিত্রে দেখা যাবে সৌমিকে। আর এই তিন বোনের মায়ের ভূমিকায় অভিনয় করবেন লাবনী সরকার।

যদিও পুরুষ চরিত্রগুলিতে কারা অভিনয় করছেন সেই বিষয়ে প্রযোজক এখনো কিছু জানাতে চাননি। চলতি বছরের মার্চ মাসে নতুন সিরিয়ালের শুটিং শুরু হতে পারে। গাঁটছড়াতে যেমন খড়ি শিল্পী হিসেবে বেশ পারদর্শী। কিন্তু শোনা যাচ্ছে নতুন সিরিয়ালের এই কাহিনীতে তিনবোন চপ ভেজে সংসার চালাবে। তবে এই নতুন সিরিয়াল শুরুর পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গাঁটছড়ার প্রযোজনা সংস্থা অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্ট এর কর্ণধার স্নিগ্ধা বসু মুখ খুলেছেন।

তিনি জানিয়েছেন যে কাউকে নকল করার অর্থ একই কাহিনী দর্শকদের উপহার দেওয়া। এর ফলে দর্শক সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি সিরিয়ালের মান খারাপ হয়। আর যেটাতে সবথেকে ক্ষতি হয় চ্যানেলের। প্রত্যেক দর্শকেরই নতুন কিছু গল্প দেখার চাহিদা থাকে। নতুন ধারাবাহিকের প্রযোজক ফিরদৌস বলেছেন যে এটা কোন গল্পের অনুকরণে তৈরি নয়, নতুন ধারাবাহিক যখন সম্প্রচারিত হবে দর্শকরা তখনই বুঝতে পারবেন। যদিও আগামী দিনে কি হবে সেটা পরেই বুঝতে পারবেন দর্শকেরা।