Arijit

লজ্জায় মুখ পুড়ল ভারতের! জিম্বাবোয়ে, বাংলাদেশ, আফগানিস্তানের থেকেও পিছিয়ে কোহলিরা

হেডিংলে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। শুধু হারই নয় সেই সঙ্গে গড়েছে লজ্জার রেকর্ড। ইনিংস এবং 76 রানে হেরে লজ্জার নজির গড়েছে বিরাটরা। সেই হারের পর অনেকেই ভেবেছিলেন চতুর্থ টেস্টে হয়তো ভারতের মিডল অর্ডারে কিছু পরিবর্তন ঘটতে পারে। কারণ চলতি টেস্টে প্রত্যেক ম্যাচেই ব্যর্থ হয়েছে ভারতের মিডল অর্ডার। বারবার ব্যাট হাতে হতাশ করেছে পূজারা, রাহানেরা। তারপর অনেকেই মিডল অর্ডারে পরিবর্তন আনার দাবি করেছিলেন কিন্তু চতুর্থ টেস্টেও মিডল অর্ডারে কোন পরিবর্তন করেননি অধিনায়ক বিরাট কোহলি। তারপরই স্যোসাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।

   

অনেকেই দাবি করেছেন কোহলির এই সিদ্ধান্ত দলের ভালোর জন্যই। বারবার ব্যর্থ হওয়ার সত্ত্বেও দলের তারকাদের সুযোগ দিয়ে ছন্দে ফেরানোর চেষ্টা করছে অধিনায়ক কোহলি। আর তাই এই পরিকল্পনা বিরাটের। এখন সময়ই বলবে কোহলির এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল।

তবে বর্তমানে কোহলির এই সিদ্ধান্তের জন্যই লজ্জার রেকর্ড গড়ল ভারত। একটি রেকর্ডের মারফত জানা গিয়েছে, “2020 সালের জানুয়ারি মাস থেকে 2021 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত টেস্ট ক্রিকেটে মিডল অর্ডারে সবথেকে খারাপ পারফরম্যান্স করেছে ভারত। এই দেড় বছরে টেস্ট ক্রিকেটে ভারতের 3, 4 ও 5 নম্বর ব্যাটসম্যানদের রানের গড় 28.29। যা ভারতের জন্য খুবই লজ্জার কারণ জিম্বাবুয়ে, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানও টিম ইন্ডিয়ার উপরে রয়েছে। 11 দলের তালিকার ভারতের স্থান দশম। একমাত্র ওয়েস্ট ইন্ডিজ ভারতের নীচে রয়েছে।