বলিউড,বিনোদন,গসিপ,কপিল শর্মা,নতুন ছবি,জিগ্যাটো,Bollywood,Entertainment,Gossip,Kapil Sharma,New Movie,Zwigato

Moumita

কমেডি ছেড়ে শেষে ডেলিভারি বয়ের কাজ করছেন কপিল শর্মা! ছবি প্রকাশ্যে আসতেই হইচই শুরু সোশ্যাল মিডিয়ায়

এইমুহুর্তে ভারতের সেরা কমেডিয়ানদের মধ্যে অন্যতম হচ্ছে কপিল শর্মা। তার সেন্স অফ হিউমার, অ্যাক্টিং স্কিল এবং কমেডি টাইমিং এর ধারেকাছে আসার ক্ষমতা খুব কম জনেরই আছে। কপিল মানেই রোজ নিত্যনতুন চ্যালেঞ্জ আর নিত্যনতুন চমক।

   

তবে সেই কপিলকেই যে এভাবে দেখা যেতে পারে তা মনে হয় স্বপ্নেও ভাবেনি অনেকে। গত সোমবারই প্রকাশ্যে এসেছে কপিল শর্মার নতুন ছবি ‘জিগাটো’-র ট্রেলার। যেখানে একজন ডেলিভারি বয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কপিলকে।

নন্দিতা দাস পরিচালিত সেই ছবিরই ট্রেলার শেয়ার করে এই কমেডিয়ান লিখেছেন, ‘টোরন্টো চলচ্চিত্র উৎসবে সবার মন জয় করার পর এবার জিগাটো তৈরি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। একঝলক রইল জিগাটোর দুনিয়া, ছবির আন্তর্জাতিক ট্রেলার।’ ছবিতে কপিলের সাথে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাহানা গোস্বামী।

সাম্প্রতিক প্রকাশিত এই ট্রেলারটিতে দেখা যাচ্ছে, একটি বহুতল বিল্ডিংয়ে কপিল এসেছে পিৎজা ডেলিভারি করতে। লিফটে ডেলিভারি বয়দের ঢোকা বারণ, তাই সিঁড়ি বেয়ে উঠতে হয়। এদিকে যার অর্ডার সে তখন মদের নেশায় চুর‌। পরক্ষণেই দেখা যায় কপিলের মধ্যবিত্ত পরিবারের ছবি।

এক ছেলে, এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে সংসার তার। ছেলেমেয়েরা পছন্দ করেনা তার এই কাজটা। অপরদিকে সংসারের হাল ধরতে স্ত্রীকেও বেরোতে হয় কাজে। আর তখনই সমস্যা আর জটিল হয়। ১ মিনিট ৪০ সেকেন্ডের এই ট্রেলারে নিম্নমধ্যবিত্ত সমাজের রোজকার লড়াই ফুটিয়ে তুলেছেন পরিচালক।

এমতাবস্থায় ট্রেলারের শেষের দিকের একটা অংশে চোখ আটকে যায়‌। টানে যেখানে প্যামফ্লেটে লেখা দেখানো হয় ‘ও মজদুর তাই মজবুর’ (শ্রমিক তাই অসহায়), যা দেখে কপিল বলে ওঠেন হয়তো ‘মজবুর তাই মজদুর’ (অসহায় তাই শ্রমিক)। সর্বোপরি বলিউড থেকে যখন সবাই চোখ সরিয়ে নিয়েছে তখন একজন সাধারণ মানুষের গল্পকে কাছে টেনে নেবেই বলেই ধারণা বিশেষজ্ঞদের।