Government

Papiya Paul

Government: ফ্রিতে মিলবে ১ টি গ্যাস সিলিন্ডার! এই স্কিম নিয়ে বড় ঘোষণা সরকারের

নিউজশর্ট ডেস্কঃ দেশের দরিদ্র মানুষের সুবিধার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করা হয়েছিল। রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত জ্বালানি কাঠ, কয়লা, ঘুঁটে ইত্যাদির ব্যবহার বন্ধ করে গ্যাসের মাধ্যমে রান্না করা। কারণ গ্যাস ছাড়া অন্যান্য জ্বালানি গুলো থেকে রান্না করলে যে ধোঁয়া উৎপন্ন হয় তা স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের উপরেও মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এই স্কিমটি ২০১৬ সালে চালু করা হয়েছিল।

   

তবে এরপর সরকারের(Government) তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ দিয়ে পুনরায় চালু করা হয়েছে। আর এটির ফলে দেশের আরও ১.৬ কোটি পরিবারে এলপিজির সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সরকার এই স্কিমের অধীনে আরো ৭৫ লক্ষ নতুন পরিবারকে গ্যাসের সংযোগ করার অনুমোদন দিয়েছে।

আর এই প্রকল্পের অধীনে মোট ১০. ৩৫ কোটি পরিবারকে এই উজ্জ্বলা স্কিমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে একটি করে ফ্রি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।

Gas Burner

আরও পড়ুন:  Government: শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, মাত্র ২ হাজার টাকাতেই মনের মতো বাড়ি দিচ্ছে সরকার!

যোগ্যতা: এই প্রকল্প পাওয়ার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। এর সঙ্গে ওই পরিবারকে অবশ্যই BPL তালিকাভুক্ত হতে হবে। এর সাথে ওই পরিবারে কারোর নামে যদি এলপিজি সংযোগ থাকে। তাহলে কিন্তু তিনি এই সুবিধা পাবেন না।

কিভাবে আবেদন করতে হবে?
এক্ষেত্রে আবেদনকারীকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ওয়েবসাইটে বা দেশের যেকোনো এলপিজি আউটলেটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। এক্ষেত্রে যাবতীয় তথ্য ও যেমন নাম, বয়স, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ড নম্বর সমস্ত দিয়ে ওই ফর্ম জমা করতে হবে।

কি কি নথি লাগবে?
এক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েতের প্রধান অনুমোদিত BPL সংসাপত্র, বিপিএল পরিবারের জন্য রেশন কার্ড, আবেদনকারীর ভোটার আইডি, পাসপোর্ট ইত্যাদি জিনিস লাগবে।