নিউজ শর্ট ডেস্ক: সঞ্চয়ের জন্য এখনকার দিনে অধিকাংশ মানুষই এসআইপি (SIP) অর্থাৎ সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যানের (Systematic Investment Plan) উপরেই বেশি নির্ভর করে থাকেন। কারণ এক্ষেত্রে টাকা বিনিয়োগ করা যেমন নিরাপদ তেমনি পাওয়া যায় নিশ্চিত রিটার্ন-ও।
তবে এস আই পি-তে বিনিয়োগ থেকে প্রাপ্ত রিটার্ন মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল মেয়াদ, এছাড়াও এসআইপিতে প্রাপ্ত রিটার্ন নির্ভর করে স্টেপ আপ( Step Up) -এর ওপরেও। অর্থাৎ বার্ষিক ভিত্তিতে এসআইপির পরিমাণ বৃদ্ধির উপরে অর্থাৎ স্টেপ আপের ওপর নির্ভর করেই কম সময়ের মধ্যে মোটা কর্পাস তৈরি করা যায়।
ফান্ডস ইন্ডিয়ার তরফে গণনা করে দেখানো হয়েছে ১২ শতাংশ হারে রিটার্ন পেলে এসআইপির মাধ্যমে ১০ কোটি টাকার কর্পাস তৈরি করতে মোটামুটি ৩৮ বছর ৭ মাস সময় লাগে। তবে বছরে ৫ শতাংশ স্টেপ আপ করলে এই একই পরিমাণ টাকা জমাতে সময় লাগবে মোট ৩৫ বছর ১ মাস।
তবে স্টেপ আপ ছাড়া ১০ হাজার টাকার এসআইপি করলে ১০ কোটি টাকা জমাতে সময় লাগবে মোট ৩৮ বছর ৭ মাস। এছাড়া স্টেপ আপ ছাড়া ২০ হাজার টাকার এসআইপি করলে ১০ কোটি টাকার কর্পাস তৈরি করতে সময় লাগবে ৩২ বছর ১১ মাস। একইভাবে ২৫ হাজার টাকার এসআইপি থেকে ১০ কোটি টাকার কর্পাস তৈরি করতে লাগবে ৩১ বছর ১ মাস। ৩০ হাজার টাকার এসআইপি করলে ১০ কোটি টাকার কর্পাস তৈরি হবে মাত্র ২৯ বছর ৭ মাসে ।
আরও পড়ুন: খরচ বাঁচবে অনেক! এবার মাত্র ১৫০ টাকায় সফর করুন বিমানে
এছাড়াও স্টেপ আপ ছাড়া ৪০ হাজার টাকার এসআইপি করলে ১০ কোটি টাকা জমাতে সময় লাগবে ২৭ বছর ৩ মাস। একই ভাবে ৫০ হাজার টাকার এসআইপি করে ১০ কোটি টাকার কর্পাস করতে সময় লাগবে মাত্র ২৫ বছর ৬ মাস।এখানেই শেষ নয় স্টেপ আপ ছাড়া ৭৫ হাজার টাকার এসআইপি করলে মাত্র ২২ বছর ৩ মাসেই ১০ কোটি টাকা পাওয়া যাবে। এছাড়া কেউ যদি স্টেপ আপ ছাড়াই ১ লাখ টাকার এসআইপি করেন তাহলে মাত্র ২০ বছরের মধ্যেই তিনি ১০ কোটি টাকা জমাতে পারবেন।
তবে কেউ যদি প্রতি বছর ৫ শতাংশ স্টেপ আপ করে এসআইপিতে ১০ কোটি টাকা জমাতে চান তাহলে তার মোট সময় লাগবে ৩৫ বছর ১ মাস। অন্যদিকে কেউ যদি ৫ শতাংশ স্টেপ আপ সহ ২০ হাজার টাকার এসআইপি করেন তাহলে মোট ২৯ বছর ৮ মাসে তিনি ১০ কোটি টাকা জমিয়ে ফেলবেন। একইভাবে এসআইপিতে ৫ শতাংশ স্টেপ আপ সহ ২৫ হাজার টাকা রাখলে মাত্র ২৭ বছর ১১ মাসেই তৈরী হবে ১০ কোটি টাকার কর্পাস ।
আরও পড়ুন: বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি! Prime Video সহ একগুচ্ছ সুবিধা নিয়ে হাজির Jio
এছাড়া ৩০ হাজার টাকার এসআইপিতে ৫ শতাংশ স্টেপ আপ করলে ১০ কোটি টাকা পেতে সময় লাগবে ২৬ বছর ৬ মাস। ৫ শতাংশ স্টেপ আপ সহ ৪০ হাজার টাকার এসআইপি করলে ১০ কোটি টাকা পেতে সময় লাগবে ২৪ বছর ৪ মাসে।
একইভাবে ৫০ হাজার টাকার এসআইপিতে ৫ শতাংশ স্টেপ আপ করলে ১০ কোটি টাকা পেতে সময় লাগবে ২২ বছর ৯ মাস। এছাড়াও ৫ শতাংশ হারে স্টেপ আপ সহ ৭৫ হাজার টাকার এসআইপি করলে ১০ কোটি টাকা পেতে সময় লাগবে ১৯ বছর ১০ মাসে। পাশাপাশি ৫ শতাংশ স্টেপ আপ সহ ১ লাখ টাকার এসআইপি করলে ১০ কোটি টাকা পেতে সময় লাগবে ১৭ বছর ১০ মাস ।