Government

Papiya Paul

Government: বছরে ২ বার মিলবে ৫০০০ টাকা করে, আবেদন করতে হবে এই সরকারী প্রকল্পে

নিউজশর্ট ডেস্কঃ রাজ্যের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বড় ঘোষণা করেছে মমতা সরকার। কেন্দ্রীয় সরকারের মতোই রাজ্য সরকারের তরফ থেকেও কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পের অধীনে বছরে ২ বার করে ৫ হাজার টাকা করে দিচ্ছে সরকার(Government)। আজকের এই প্রতিবেদনে আপনাদের এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।

   

এই প্রকল্পের জন্য কি যোগ্যতা লাগবে?
১) কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।
৩) কৃষককে অবশ্যই মালিক চাষী বা ভাড়াটে চাষী হিসেবে কৃষিকাজে নিযুক্ত থাকতে হবে।
৪) অবশ্যই একটি বৈধ আধার নম্বর থাকতে হবে।

এই প্রকল্পের সুবিধা কি কি?
১) এখানে দুর্ঘটনা জনিত কারণে কোন কৃষকের মৃত্যু হলেও সে ক্ষেত্রে দু লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।
২) এই প্রকল্পের অধীনে এক একর বা তার বেশি জমে থাকলে কৃষি কাজের জন্য বছরে ১০ হাজার টাকা দেওয়া হয়। আর এক একরের কম জমি থাকলে বছরে ৪ হাজার টাকা দেওয়া হয়।
এই প্রকল্পে আগে বছরে ৮ হাজার টাকা করে দেওয়া হতো পরবর্তীতে অনুদান বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুন: Lakshmir Bhandar: অ‍্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা! আপনি পেয়েছেন তো? চেক করুন এভাবে

কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন?
১) স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে পারেন।
২) সে ক্ষেত্রে আপনার পরিচয় পত্র এবং বসবাসের প্রমাণপত্র প্রয়োজন হবে।
৩) আপনি যে কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটি প্রমাণ করতে হবে।
৪) আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন ফরমটি পূরণ করতে হবে।
৫) আপনি আপনার আবেদন জমা দেওয়ার পরে ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত অফিসে যাচাই করবে এবং আপনি যোগ্য প্রমাণিত হলে এটির অনুদান পেয়ে যাবেন।

এই প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য এই www.krishakbandhu.net ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওই সাইটের Enrolled Farmers Information গিয়ে লগইন করলে সমস্ত তথ্য পাওয়া যাবে। আবার কারো যদি আবেদনপত্রে কোন রকমের ভুল থাকে সেক্ষেত্রেও ওয়েবসাইটে গিয়ে সে সকল জিনিস বিস্তারিত জানতে পারা যাবে।