Papiya Paul

কমছে অনুরাগের ছোঁয়ার ম্যাজিক, তড়তড়িয়ে এগোচ্ছে ফুলকি-জগদ্ধাত্রী, রইল মারকাটারি TRP লিস্ট

নিউজশর্ট ডেস্কঃ রোজ সন্ধ্যেবেলা সিরিয়াল(Bengali Serial) দেখতে বসে পড়েন বাড়ির মা-ঠাকুমারা। সিরিয়াল ছাড়া চলে না বাংলার মহিলাদের। এই সিরিয়ালগুলোর নায়ক-নায়িকাদের বেশ পছন্দ করেন দর্শকেরা। এদের মধ্যে কেউ কেউ আবার হয়ে ওঠেন তাদের বাড়ির সদস্য। তবে শুধু সিরিয়াল দেখা নয় দর্শকেরা প্রত্যেক সপ্তাহ অপেক্ষা করে বসে থাকেন বৃহস্পতিবার টিআরপি রিপোর্ট কার্ড জানার জন্য।

   

প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশিত হয় বাংলা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট(Target Rating Point List)। চলুন তাহলে এই সপ্তাহের টিআরপি লিস্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো যাক। এই সপ্তাহে অপ্রতিরোধ্য সূর্য এবং দীপার কেমিস্ট্রি। এই সপ্তাহে তাদের ঝুলিতে এসেছে ৮.৫ পয়েন্ট। আর এই নম্বর পেয়ে বাংলার সেরা ধারাবাহিকের তকমা জিতেছে ‘অনুরাগের ছোঁয়া’।

এরপরেই দ্বিতীয় স্থানে যুগ্মভাবে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’ এবং ‘জগদ্ধাত্রী’। চলতি সপ্তাহে এই দুই ধারাবাহিকের ঝুলিতে নম্বরে এসেছে ৭.৮ পয়েন্ট। তিন নম্বরে জায়গা করেছে ‘নিম ফুলের মধু’। এই সপ্তাহে পর্ণার এবং সৃজনের ভুল বোঝাবুঝি চললেও তাদের ঝুলিতে নম্বর এসেছে ৭.৪ পয়েন্ট।

ওইদিকে ধীরে ধীরে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’, অন্যদিকে স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ ও চতুর্থ স্থানে জায়গা রেখেছে। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৫ পয়েন্ট। আর ৫ নম্বর স্থানে জায়গা রয়েছে হরগৌরী পাইস হোটেলের। এই সিরিয়াল নম্বর পেয়েছে ৬.৫ পয়েন্ট।

untitled design (75)

রইল এই সপ্তাহের সেরা ১০ বাংলা ধারাবাহিকের টিআরপি লিস্ট: 

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৫
২য় •• ফুলকি / জগদ্ধাত্রী ৭.৮
৩য় •• নিম ফুলের মধু ৭.৪
৪র্থ •• সন্ধ্যাতারা / কার কাছে কই ৭.২
৫ম •• হর গৌরী পাইস হোটেল ৬.৮
৬ষ্ঠ •• Love বিয়ে আজকাল ৬.৫ / রাঙা বউ ৬.৫ / তুঁতে ৬.৫
৭ম •• জল থৈ থৈ ভালোবাসা ৬.৩
৮ম •• তোমাদের রাণী ৬.১
৯ম •• বাংলা মিডিয়াম ৫.৯
১০ম •• মিলি ৫.৬ / ইচ্ছে পুতুল ৫.৬