পার্থ সারথি মান্না, কলকাতাঃ রবিবার রাতে ভারত আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফি জেতায় আনন্দে মেতে উঠেছিল গোটা দেশ। কিন্তু এরই মাঝে ঘটে গেছে অত্যন্ত দুঃখদায়ক এক ঘটনা। প্রিয় খেলোয়াড় বিরাট কোহলিকে মাত্র এক রানে আউট হতে দেখে সহ্য করতে পারেনি এই ভক্ত। যার জেরে হল চরম পরিণতি।
বিরাট আউট হতেই হার্ট অ্যাটাক তরুণীর
যেমনটা জানা যাচ্ছে, রবিবার চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালীনই আচমকা হৃদরোগে মৃত্যু হয় উত্তরপ্রদেশের দেওরিয়ার ১৪ বছরের বয়সী কিশোরী প্ৰিয়াংশী পান্ডের। যারা সেই সময় ঘরে উপস্থিত ছিলেন তাদের মতে, ফাইনালে টিম ইন্ডিয়াকে সাপোর্ট করে বেশ চিৎকার করছিল সে। কিন্তু বিরাট কোহলি মাত্র ১ রানে আউট হয়ে যেতেই খুবই অবাক হয়ে পরে সে। এরপরেই একপ্রকার শক পেয়ে অজ্ঞান হয়ে যায় সে। এই সময়েই হার্ট অ্যাটাক হয় প্রিয়াংশীর। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন একটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
ঠিক কি ঘটেছিল?
প্রাথমিক রিপোর্টে যেমনটা জানা যাচ্ছে, কোহলির প্রথম বলের পর ঠিকই ছিল ওই কিশোরী। কিন্তু দ্বিতীয় বলে আউট হয়ে যেতেই শক পেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপরেই হার্ট অ্যাটাক হয়ে যায় বলে মনে করা হচ্ছে। যদিও প্রিয়াংশীর মৃত্যুর জন্য বিরাট বা খেলাকে কোনোভাবেই দায়ী করেননি আইজনীবি বাবা।
গোটা ঘটনায় শোকগ্রস্ত পাড়া প্রতিবেশীরা
এদিন প্রিয়াংশীর বাবা সংবাদ মাধ্যমকে জানান, মৃত্যুর সময় ভারতের কোনো উইকেট পড়েনি আর বিরাটও ব্যাটিং করতে নামেননি। তাই ঘটনাটি খেলার সাথে যুক্ত নয় বরং দুর্ঘটনা। তিনি ময়নাতদন্ত না করেই মেয়ের অন্তিম কর্ম করেন। এক প্রতিবেশীর মতে, ঘটনা যখন ঘটে সেই সময় তিনি ওদের বাড়ির পাশেই ছিলেন। তিনিও একই কথা জানান যে যে সময় হার্ট অ্যাটাক হয় তখন কোহলি আউট হয়নি।
আরও পড়ুনঃ ইউটিউব থেকে শিখে শুরু গোবরের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টসের ব্যবসা, মাসে কামাচ্ছেন ৫০,০০০
প্রসঙ্গত, রবিবার আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালে টিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচ খেলেছে ভারত। শেষ কয়েকটি ওভারে উত্তেজনার পারদ চড়েছিল আট থেকে আশি সকলেরই। শেষ মেশ বিজয়ী হয়েছে ভারত।