বিরোধিতার মধ্যেও নিট ও জেইই র স্বপক্ষে 150 শিক্ষাবিদ

নিট ও জেইই পরীক্ষা নিয়ে টালবাহানা চলেই আসছে। করোনা আবহে নিট ও জেইই পরীক্ষার কথা ঘোষণা করা হলে দেশজুড়ে বিরোধিতা করা হয় কেন্দ্রের এই সিদ্ধান্তের। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ই হবে পরীক্ষা। এই বিরোধিতার মাঝেও পরীক্ষা নেওয়ার স্বপক্ষে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন 150 শিক্ষাবিদ। চিঠিতে তারা লিখেন,’ যুব সম্প্রদায়ের ভবিষ্যতের ব্যাপারে আপস করা উচিত নয়। কিছু মানুষ ফায়দা তোলার জন্য পরীক্ষা সরকারের বিরোধিতা করছে। আশা করি আপনার নেতৃত্বে পরীক্ষা সফল হবে।’

Papiya Paul

X