টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,টিআরপি তালিকা,গাঁটছড়া,Tollywood,Entertainment,Television,Serial,Gantchara,TRP List

Moumita

নামতে নামতে একেবারেই তলিয়ে গেলো ‘মিঠাই’, সবাইকে হারিয়ে শীর্ষে কে? রইল TRP তালিকা

সপ্তাহের বৃহস্পতিবার মানেই টিআরপি লিস্ট প্রকাশিত হওয়ার দিন। এই দিনটার জন্য সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকে সিরিয়ালপ্রেমীরা। কে কাকে পিছনে ফেলে কতটা এগিয়ে গেলো তার দৌড় দেখার জন্য মুখিয়ে বসে থাকে সবাই।

   

আসলে আসলে বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল (Bengali Serial)। অবসর সময়ে মনের ক্লান্তি দূর করতে ভিন্ন স্বাদের সিরিয়ালগুলির জুড়ি মেলা ভার। আজকেই প্রকাশ্যে চলে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। তালিকায় যা দেখা যাচ্ছে তাতে অনেকটাই পিছিয়ে পড়েছে আমাদের সকলের আদরের মিঠাই রানি।

আর তাও আবার এক দুটো নয়, একাধিক সিরিয়ালের থেকে পেছনে পড়ে গেছে মিঠাই রানি। একটা সময় যে টিআরপি তালিকায় রাজ করতো তার এ হেন অবস্থা দেখে একটু অবাকই হয়েছে সবাই। তবে মিঠাই যদি পিছিয়ে পড়েছে তাহলে সেরার সেরা মুকুট কার মাথায় গেলো?

এর উত্তর হলো গাঁটছড়া। বাড়ির সম্মান রক্ষার্থে সিংহ রায় পরিবারের মেয়েরা যা করেছে তাতেই বাজিমাত করে দিয়েছে এই সিরিয়াল। এই সপ্তাহতেও ৮.৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেছে খড়ি-ঋদ্ধির গাঁটছড়া। আর গাঁটছড়ার ঠিক পরেই রয়েছে, আলতা ফড়িং। ৭.৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিকটি।

আর তার ঠিক পরেই রয়েছে ‘ধূলিকণা’। এই সিরিয়ালের চলছে জব্বর টুইস্ট। ইতিমধ্যেই লালনের মৃত্যু দেখানো হয়েছে ধারাবাহিকে। আর এবার তার খুনি ধরার পালা। ধারাবাহিকের টান টান উত্তেজনা দর্শক টানতে সক্ষম হয়েছে তা বলাই বাহুল্য। এদিকে ৭.৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান দখল করেছে ‘গৌরী এলো’।

আর অবশেষে চতুর্থ স্থানে জায়গা পেয়েছে আমাদের মিঠাই রানি। এই সপ্তাহে তার ঝুলিতে রয়েছে মাত্র ৬.৬ পয়েন্ট। প্রতি সপ্তাহে যেভাবে মিঠাইয়ের পয়েন্ট কমছে তাতে বেশ চিন্তাতেই রয়েছে মিঠাই ভক্তরা। আদৌ কি আর নিজের পুরোনো জায়গায় ফিরে যেতে পারবে মোদক পরিবার? এখন এই প্রশ্নটাই সবার মনে।

চলুন এবার সম্পূর্ণ টিআরপি তালিকর উপর একবার নজর বোলানো যাক।

গাঁটছড়া – ৮.৪ (প্রথম)

আলতা ফড়িং – ৭.৮ (দ্বিতীয়)

ধূলোকনা – ৭.৬ (তৃতীয়)

গৌরী এল – ৭.৩

মিঠাই – ৬.৬

জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া – ৬.৪

লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৩

সাহেবের চিঠি – ৬.২

খেলনা বাড়ি – ৫.৯

মাধবীলতা – ৫.৭