নিউজশর্ট ডেস্ক : প্রতিসপ্তাহে বৃহস্পতিবার এলেই বাংলা সিরিয়ালের দর্শকদের হার্টবিট বেড়ে যায়। কারণ এইদিনেই প্রকাশ্যে আসে টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) তালিকা। তবে সপ্তাহে স্বাধীনতা দিবসের ছুটি থাকায় একদিন পরে আজ শুক্রবার টিআরপি লিস্ট (TRP List) বেরিয়েছে। বিগত কয়েক সপ্তাহের মত এবারেও বদলেছে বেঙ্গল টপার।
সপ্তাহে ধামাকা পর্বের জেরে সবচেয়ে বেশি ৭.২ পয়েন্ট সহ সেরা হয়েছে সৃজন ও পর্ণা জুটির “নিম ফুলের মধু”। এদিকে একটু জন্য সেরা হওয়ার সুযোগ মিস করছে শ্বেতা ও রণজয়ের মেগা। সপ্তাহে ৭.১ পয়েন্ট পেয়েছে কোন গোপনে মন ভেসেছে। তারপর ৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে ফুলকি। আর গত সপ্তাহে বেঙ্গল টপার হলেও সপ্তাহে ৬.৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার গীতা LLB।
এরপর নিজের পুরোনো জায়গা ধরে রেখে পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এসপ্তাহে জ্যাস সন্ন্যালের কাহিনী পেয়েছে ৬.৮। অবশ্য সাথে রয়েছে জলসার আরও এক ধারাবাহিক কথা। ষষ্ঠ ও সপ্তম রয়েছে উড়ান ও শুভ বিবাহ, তাদের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৬.৩ ও ৫.৯। চলুন এবার দেখে নেওয়া যাক সপ্তাহের বাংলার সেরা দশ সিরিয়ালের লিস্ট।
সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)
নিম ফুলের মধু – ৭.২
কোন গোপনে মন ভেসেছে – ৭.১
ফুলকি -৭.০
গীতা LLB – ৬.৯
কথা, জগদ্ধাত্রী – ৬.৮
উড়ান – ৬.৩
শুভ বিবাহ – ৫.৯
রোশনাই, ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.৮
মিঠিঝোরা – ৫.৭
অনুরাগের ছোঁয়া + হরগৌরি পাইস হোটেল – ৪.৬
এই ছিল সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা। বোঝাই যাচ্ছে যে প্রথম পাঁচের নাম্বার ভালো থাকলেও পরে অনেকটাই কমেছে নাম্বার। এই সপ্তাহেই শুরু হয়েছে নতুন মেগা “অমর সঙ্গী”। যেখানে নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলিকে জুটি বাঁধতে দেখা যাবে। তবে এটি সম্প্রচারের সময় বড়ই অদ্ভুত দুপুর ২.৩০ থেকে দেখা যাবে মেগাটি। আগামী দিনে এটা দর্শকদের মন কতটা জিততে পারে সেটাই এখন দেখার। এছাড়া রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নং ১ এর রবিবারের পর্ব পেয়েছে ৫.৭ পয়েন্ট।