178 Trains Cancelled from Howrah Division due to Cyclone Dana see cancelled train list

ঘূর্ণিঝড়ের জেরে বড়সড় ক্ষতির আশঙ্কা! হাওড়া ডিভিশনে বাতিল শতাধিক ট্রেন, দেখুন তালিকা

পার্থ মান্নাঃ অপেক্ষার আর মাত্র কিছু ঘন্টা তারপরেই উপকূলে আছড়ে পর্বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। ইতিমধ্যেই বাংলার সর্বত্র সতর্কতা বার্তা জারি হয়েছে, মৎসজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে যাওয়া থেকে। স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার যান যাচ্ছে ঘূর্ণিঝড়ের জেরে বাতিল হল শতাধিক ট্রেন। হ্যাঁ ঠিকই দেখছেন ‘দানা’ এর জেরে এবার রেল পরিষেবা ব্যাহত হতে পারে। যার জেরে আগাম সতর্কতা নিচ্ছে ভারতীয় রেল।

ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে বাতিল শতাধিক ট্রেন

ইতিমধ্যেই ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। যার মধ্যে হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন রয়েছে। আগামীকাল ল্যান্ডফল হওয়ার পর থেকে আগামী ২৬শে অক্টোবর পর্যন্ত চলবে ঘূর্ণিঝড়ের তান্ডব। তাই ২৩, ২৪ ও ২৫ তারিখ মিলিয়ে মোট ১৭৮টি ট্রেন বাতিলের খবর জানা যাচ্ছে।

হাওড়া ডিভিশনে বাতিল কোন ট্রেনগুলি?

আগেই জানানো হয়েছে যে হাওড়া ডিভিশনেরও একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, শালিমার-পুরি সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর এক্সপ্রেস, নয়া দিল্লি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, সম্বলপুর-পুরী এক্সপ্রেস ইত্যাদি একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সম্পূর্ণ ট্রেন বাতিলের তালিকা দেখতে চাইলে নিচে দেওয়া অফিসিয়াল টুইটটি দেখতে হবে।

 এখন কোথায় আছে ঘূর্ণিঝড় ‘দানা’?

মৌসম ভবন থেকেই যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বর্তমানে পূর্ব মধ্যে বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপটি। যেটা আগামীকালই উত্তর – পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোবে। এই সময় ১০০ থেকে ১২০ কিমি বেগে হাওয়া চলবে যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে।

রেলের তরফ থেকে এই ঘূর্ণিঝড়ের জেরে বিশেষ সাবধানতা নেওয়া হচ্ছে। চালু করা হচ্ছে স্পেশাল কন্ট্রোল রুম। যে সমস্ত এলাকার লাইনে জল জমে সেখানে পাম্পের ব্যবস্থা করা হয়েছে। যাতে জল জমলে সেটা দ্রুত বের করে দেওয়া যায়। এছাড়া বিদ্যুতেরও ব্যাকআপের ব্যবস্থা করা হচ্ছে যাতে ট্রেন পরিষেবায় কোনোরকম ব্যাঘাত না ঘটে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X