২.৫ জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং, Jio, Airtel ও Vi এর এই প্ল্যানের খরচ ৫০০ এরও কম

2.5 GB Data Plans Under Rs 500 for Jio Airtel VI

২.৫ জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং, Jio, Airtel ও Vi এর এই প্ল্যানের খরচ ৫০০ এরও কম

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময়ের সাথে মোবাইল আমাদের প্রতিদিনের কাজের সাথে এতটাই যুক্ত হয়ে গিয়েছে যে সেটা ছাড়া আর চলে না। আবার শুধুই হাতে স্মার্টফোন থাকলে হয় না, ডেটার চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। তাই অনেকেই সস্তায় বা কম খরচে বেশি ডেটা পাওয়া যাবে এমন একটা রিচার্জের খোঁজে থাকেন। আজকের প্রতিবেদনে এমনই কিছু রিচার্জ প্লানের খোঁজ দেব আপনাদের।

৫০০ টাকার মধ্যে দুর্দান্ত ডেটা প্ল্যান

Airtel, Jio থেকে শুরু করে Vi সকল টেলিকম অপারেটরদেরই একাধিক ডেটা প্ল্যান রয়েছে। তবে এক বা দুই জিবি নয় বরং ২.৫ জিবি এর প্ল্যান সম্পর্কে জানাবো আপনাদের, তাও আবার ৫০০ টাকার মধ্যেই।

Airtel এর ২.৫ জিবির ডেটা প্ল্যান

আপনি যদি এয়ারটেল গ্রাহক হন তাহলে যদি ২.৫ জিবি ডেটা প্রতিদিনের প্ল্যান রিচার্জ করতে চান তাহলে ৪০৯ টাকা ও ৪২৯ টাকার দুটি প্ল্যান রয়েছে। যদি ৪০৯ টাকার রিচার্জ করলে ২৮ দিনের বৈধতা পাওয়া যাবে আর ৪২৯ টাকার রিচার্জ করলে ১ মাস প্রতিদিন হাইস্পীড ডেটা পাওয়া যাবে। শুধু তাই নয় এর সাথে আনলিমিটেড ফাইভজি ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস ফ্রি পাওয়া যাবে।

Jio এর ২.৫ জিবির ডেটা প্ল্যান

যদি আপনি জিও গ্রাহক হন তাহলে আপনাকে ৩৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। তাহলেই আপনি প্রতিদিন ২.৫ জিবি হাইস্পীড ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। একইসাথে জিও এর বাকি সার্ভিস যেমন, জিও টিভি, জিও ক্লাউড ফ্রি পাওয়া যাবে। এছাড়াও ৯০ দিনের জন্য জিও হটস্টারও ভ্যালিডিটি পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ১৫ দিন ঘরে ঘুরুন গোটা উত্তর-পূর্ব ভারত, দুর্দান্ত ট্যুর প্যাকেজ আনল IRCTC, খরচ কত?

Vi এর ২.৫ জিবির ডেটা প্ল্যান

আপনার যদি VI এর সিম থাকে তাহলে ৪০৯ টাকা বা ৪৬৯ টাকার রিচার্জ করতে হবে। দুটি রিচার্জের ক্ষেত্রেই ২.৫ জিবি হাইস্পীড ডেটা, আনলিমিটেড ফাইভ জি, আনলিমিটেড ফ্রি কলিং ও ১০০টি এসএমএস পাওয়া যাবে ২৮ দিনের জন্য। তবে যদি ৪৬৯ টাকার রিচার্জ করেন তাহলে সাথে ৩ মাসের জিও হটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥