স্বাধীনতার ৭৪ বছর পর প্রথমবার বিদ্যুৎ সংযোগ পেল ভারতের ২০টি গ্রাম

৭৪ টা বছর কেটে গিয়েছে তবুও কারেন্টের আলো জ্বলত না ভারতের ২০ টি গ্রামে। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের ২০ টি গ্রামে এবার বদলাল এই ছবি। জেনরেটরের মাধ্যমে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে ভারত- পাকিস্তান সীমানায় অবস্থিত এই গ্রামগুলিতে। এছাড়াও উপত্যকার একাধিক জায়গা এখনও অন্ধকারে ডুবে রয়েছে। তাড়াতাড়ি সেখানেও বাতি জ্বলবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

 

Avatar

Koushik Dutta

X