২০২০ সাল নিয়ে সকলেই বিরক্ত। কিন্তু ২০২১ নাকি এর থেকেও খারাপ হতে পারে। এমনই আশংকার কথা শোনালেন নোবেল কমিটির ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বেসলি। ওনার অনুমান, সামনের বছর বিশ্বের বহু জায়গায় খাবারের অভাব এবং দুর্ভীক্ষ দেখা দিতে পারে। রাষ্ট্রনেতারা এখন থেকে সতর্ক না হলেও বিপদ আরও বাড়বে বলে তিনি জানিয়েছেন।