TRP List

Moumita

৯.৩ থেকে সোজা ৭ পয়েন্টে নেমে গেল ‘অনুরাগের ছোঁয়া’, রইল পাশা পাল্টানো TRP তালিকা

প্রত্যেকটা সিরিয়ালপ্রেমীর (Bengali Serial) কাছেই গুরুত্বপূর্ণ বিষয় হল টিআরপি (TRP)। কারণ এই টিআরপি রেট-টাই ঠিক করে কে টিকবে আর কার সফর বন্ধ হবে! আর এই কারণেই সপ্তাহের একটা বিশেষ দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে অনুরাগীরা। এবারেও চলে এল কাঙ্খিত টিআরপি (TRP) তালিকা।

   

আর এবারের তালিকায় দেখা গেছে বড় রকম অদলবদল। গত কয়েক সপ্তাহের মত এবারেও প্রথম স্থান দখল করে বসে আছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। তবে এবার TRP List এ এসেছে পাশা পাল্টে দেওয়ার মত রিপোর্ট। (৯.৩) পয়েন্ট থেকে সোজা (৭) পয়েন্টে নেমে গেছে ধারাবাহিটি (Bengali Serial)।

একধাক্কায় এরকম পতন দেখে চিন্তার রেশ দেখা দিচ্ছে অনুরাগীদের কপালেও। এদিকে জগদ্ধাত্রীকেও দ্বিতীয় স্থান থেকে সরতে দেখা যাচ্ছিল না। কিন্তু এবার সেসব অতীত, দ্বিতীয় স্থানে জ্যাসকে টেক্কা দিয়েছে পর্ণা। হ্যাঁ নিম ফুলের মধু (Neem Phuler Madhu) এর কথাই বলছি।

(৫.৯) পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে ধারাবাহিকটি। এরপর একটুর জন্য (৫.৮) পেয়ে তৃতীয় স্থানে রয়েছে জ্যাস সান্যালের কাহিনী জগদ্ধাত্রী। ‘খেলনা বাড়ি’র দখলে রয়েছে (৫.৭) পয়েন্ট। ধারাবাহিকটি তৃতীয় স্থান থেকে নেমে গেছে চতুর্থ স্থানে।

চলুন দেখে নিই এই সপ্তাহের প্রথম দশে কারা উঠে এল

১ম •• অনুরাগের ছোঁয়া – ৭.০

২য় •• নিম ফুলের মধু – ৫.৯

৩য় •• জগদ্ধাত্রী – ৫.৮

৪র্থ •• খেলনা বাড়ি – ৫.৭

৫ম •• গৌরী এলো – ৫.৬

৬ষ্ঠ •• রাঙা বউ – ৫.৪

৭ম •• হরগৌরী পাইস হোটেল – ৫.১

৮ম •• মিঠাই – ৫.০

৯ম •• পঞ্চমী – ৪.৭

১০ম •• মেয়েবেলা, বাংলা মিডিয়াম – ৪.৫