Bank AC Closed

Bank Account Closed: লাস্ট ডেট ৩১ মে! এই ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলুন

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের(Punjab National Bank) গ্রাহকদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। আগামী ১ জুন থেকে বন্ধ হয়ে যেতে চলেছে বেশ কিছু ব্যাংক একাউন্ট। যে সকল গ্রাহকেরা দীর্ঘদিন ধরে একাউন্টে কোন রকমে আর্থিক লেনদেন করছে না এবং যাদের KYC আপডেট করা হয়নি তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

তাই এক্ষেত্রে ৩১ শে মে পর্যন্ত সমস্ত কাজ করে নেওয়ার সময় নির্ধারিত হয়েছে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘এক্স হ্যান্ডেলে(ট্যুইটার)’ গ্রাহকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ। এর পাশাপাশি ব্যাংকের তরফ থেকে আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে ৩১ শে মে’র মধ্যে প্রত্যেক গ্রাহককে নিজেদের অ্যাকাউন্টে KYC আপডেট করতে হবে। এর পাশাপাশি একাউন্ট সক্রিয় রাখতে হবে। আর যে সমস্ত গ্রাহকেরা তিন বছরের বেশি সময় ধরে কোন রকমের লেনদেন করছেন না তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

ব্যাংকের তরফ থেকে কি জানানো হয়েছে?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে এই সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের নির্দেশই নেওয়া হয়েছে। ৩১ শে ডিসেম্বর ২০২৩-এর মধ্যে যারা KYC আপডেট করেননি সেই সমস্ত গ্রাহকদের জন্য সময়সীমা আরো বাড়িয়ে ৩১শে মে ২০১৪ পর্যন্ত করা হয়েছে।

PNB

আরও পড়ুন: SBI: ৩ লক্ষ টাকার FDতে কত রিটার্ন মিলবে? SBI-র এই অফার মিস করলে পস্তাবেন

কিভাবে KYC আপডেট করা যাবে?
এক্ষেত্রে ব্যাঙ্কের PNB One অ্যাপ অথবা অনলাইন ব্যাংকিং বা ব্যাংকের শাখায় গিয়ে কিংবা ইমেইল মারফত যেকোনো উপায়ে নিজের একাউন্টের কেওয়াইসি আপডেট করতে হবে। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ব্যাংক একাউন্টে কোন রকমের আর্থিক লেনদেন করছেন না তাদেরকেও একাউন্টে আর্থিক লেনদেন করার কথা বলা হয়েছে।

মনে রাখবেন যে সমস্ত গ্রাহকের ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যাবে তারা ওই অ্যাকাউন্টে আর কোন আর্থিক লেনদেন করতে পারবেন না। সে ক্ষেত্রে ব্যাংকের শাখায় গিয়ে কেওয়াইসি আপডেট করার পরই আবার ওই অ্যাকাউন্ট চালু হতে পারে এবং লেনদেন করা সম্ভব হবে।

Avatar

Papiya Paul

X