আরও কম সুদে পাবেন হোম লোন, SBI সহ ৪ ব্যাঙ্কে সবচেয়ে সস্তায় পাবেন ঋণ

Bank Home Loan interes revised after RBI reduce Repo Rates

আরও কম সুদে পাবেন হোম লোন, SBI সহ ৪ ব্যাঙ্কে সবচেয়ে সস্তায় পাবেন ঋণ

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ স্বপ্নের বাড়ি বানানোর ইচ্ছা সকলেরই থাকে। তবে মূল্যবৃদ্ধি আর বাড়তে থাকা নির্মাণ সামগ্রীর দামের জেরে বাড়ি বানানো বেশ খরচ সাপেক্ষ হয়ে পড়ছে। সেই কারণে আজকাল অনেকেই হোম লোন নিয়ে বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছেন। এমনকি যদি নতুন বা পুরোনো ফ্ল্যাটও কিনতে চান সেক্ষেত্রে ব্যাঙ্কের তরফ থেকে হোম লোনের সুবিধা পাওয়া যায়।

হোম লোনে সুদের হার কমানোর ঘোষণা

হ্যাঁ ঠিকই দেখছেন, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট কমানোর ঘোষণা করা হয়েছিল। যার ফলে ব্যাঙ্কে লোনের উপর সুদের হারও কমেছে। তবে এক্ষেত্রে আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর গ্রাহক হতে হবে। কতটা কমেছে সুদের হার? চলুন দেখে নেওয়া যাক।

এসবিআই ব্যাঙ্কের হোম লোনে সুদের হার | Home Loan Interest Rates for SBI

আপনি যদি SBI গ্রাহক হন আর ব্যাঙ্ক থেকে হোম লোন নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। যেমনটা জানা যাচ্ছে হোম লোনের উপর ২৫ বেসিস পয়েন্ট কমেছে যার ফলে সুদের হার ৮.২৫% হয়ে গিয়েছে ১৫ই ফেব্রুয়ারি থেকে। এছাড়া EBLR এর সুদের হার ৮.৯% হয়ে গিয়েছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হোম লোনের সুদের হার | Punjab National Bank Home Loan Interest Rates

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে ১০ই ফেব্রুয়ারি সুদের হার পরিবর্তন করা হয়েছে। রেপো রেট কমার পর হোম লোনের উপর সুদের হার ৮.১৫% হয়ে গিয়েছে। তাই আপনি যদি হোম লোন নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে এই সময় কম সুদেই পেয়ে যেতে পারেন।

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে হোম লোনের রেট | Home Loan Interest Rates for Bank of Maharastra

আরবিআই এর তরফ থেকে রেপো রেট কমানোর পর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর তরফ থেকে হোম লোনের উপর সুদের হার পরিবর্তন করা হয়েছে। রেপো লিঙ্কড লোনের ক্ষেত্রে সুদের হার হয়েছে ৮.১০%। তবে ফ্লোটিং ইন্টারেস্টের ক্ষেত্রে এই রেট ১০.৬৫% ধার্য্য করা হয়েছে।

আরও পড়ুনঃ DA এর পাশাপাশি মিলবে একাধিক প্রমোশন! প্রকাশ্যে অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট

ইউনিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টারেস্ট রেট | Union Bank of India Home Loan Interest Rate

ইউনিয়ান ব্যাঙ্কের তরফ থেকেও হোম লোনের উপর ইন্টারেস্টও পরিবর্তন করা হয়েছে। বিগত ১১ই ফেব্রুয়ারি থেকে হোম লোনের উপর সুদের হার ৮.১% করে দেওয়া হয়েছে। তবে সর্বোচ্চ ১০.৫০% পর্যন্ত ইন্টারেস্ট নেওয়া হতে পারে।

সঙ্গে থাকুন ➥