বলিউড,বিনোদন,রামলীলা,কাই পো চে,আশিকি ২,হাম দিল দে চুকে সনম,Bollywood,Entertainment,Ramleela,Kai Po Che,Hum dull de chuke Sanam

Moumita

বলিউডের ৪ টি কালজয়ী সিনেমা যাদের ক্লাইম্যাক্স দেখে কেঁদেছে প্রতিটি দর্শক, রইল তালিকা

সপ্তাহের শুক্রবার মানেই বক্স অফিসে হিন্দি ছবির রমরমা। প্রতি সপ্তাহেই প্রচুর ছবি মুক্তি পায় বক্স অফিসে। নিত্যনতুন গল্পের পসরা সাজিয়ে বক্স অফিসে মেলা বসায় ছবিগুলি। প্রেম, বিচ্ছেদ, অ্যাকশন, থ্রিলার কোনো কিছুই বাদ থাকেনা এই তালিকায়। তবে আমরা ভারতীয়রা যে কোনো ছবিতেই হ্যাপি এন্ডিং দেখতেই বেশি পছন্দ করি। সিনেমা জগতের ইতিহাসে দেখা গেছে যে সব ছবির এন্ডিং বা বলা ভালো ক্লাইম্যাক্স ভালো নয় সেগুলি বক্স অফিসে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। তবে মাঝে মাঝে এমনও কিছু ছবি এসেছে বলিউডে যেগুলির ক্লাইম্যাক্স সুখকর না হলেও গভীর সাড়া ফেলেছে দর্শকমহলে।

   

1. রামলীলা

শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয় রামলীলা। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি মূলত দুটি যুদ্ধরত পরিবারের গল্প। দুটি শত্রু পরিবারের সন্তানেরা (রাম লীলা) কীভাবে একে অপরের প্রেমে পড়ে এবং শুধুমাত্র কিছু ভুল বোঝাবুঝির কারণে শত্রু হয়ে ওঠে তার উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র। গল্পের শেষে দেখা যায়, রাম এবং লীলা একে অপরকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। দুজনের প্রেম কাহিনী অসমাপ্তই রয়ে যায়।

বলিউড,বিনোদন,রামলীলা,কাই পো চে,আশিকি ২,হাম দিল দে চুকে সনম,Bollywood,Entertainment,Ramleela,Kai Po Che,Hum dull de chuke Sanam

2. আশিকি 2

এই ছবিটির ক্লাইম্যাক্স দেখে চোখে জল ফেলেননি এমন মানুষ খুব কমই আছেন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি সেই বছরের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম। তবে ছবিটির ক্লাইম্যাক্স যে দর্শকমহলকে বেশ হতাশ করেছিলো তা বলাই বাহুল্য। শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনীত, ‘আশিকি 2’ হল রাহুল এবং আরোহি-এর প্রেমের গল্প। মোহিত সুরি পরিচালিত, ছবিটি ১৯৯০ সালের আশিকি চলচ্চিত্রের সিক্যুয়াল। গল্পের মোড় এমনভাবে ঘোরানো হয় যেখানে দেখা যায় ছবির শেষে রাহুল আত্মহত্যার পথ বেছে নেয়। দুজনেই নতুন করে শুরু করলে ছবির শেষটা আরো ভালো হতো বলেই নেটিজেনদের মতামত।

বলিউড,বিনোদন,রামলীলা,কাই পো চে,আশিকি ২,হাম দিল দে চুকে সনম,Bollywood,Entertainment,Ramleela,Kai Po Che,Hum dull de chuke Sanam

3. কাই পো চে

টিভি অভিনেতা সুশান্ত সিং রাজপুত চেতন ভগতের বিখ্যাত উপন্যাস The 3 Mistakes of My Life অবলম্বনে ‘কাই পো চে’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তিন বন্ধুর গল্পকে কেন্দ্র করে তৈরি ছবিটি। একটা সময় দেখা যায় ওমকার (অমিত সাধ) তার বন্ধু ইশানকে (সুশান্ত সিং রাজপুত) গুলি করে।‌

বলিউড,বিনোদন,রামলীলা,কাই পো চে,আশিকি ২,হাম দিল দে চুকে সনম,Bollywood,Entertainment,Ramleela,Kai Po Che,Hum dull de chuke Sanam

4. হাম দিল দে চুকে সনম

সঞ্জয় লীলা বানসালির সেই সময়কার মেগা বাজেটের ছবি ‘হাম দিল দে চুকে সনম’ বক্স-অফিসে ব্যাপক কালেকশন করেছিলো। ছবিতে সালমান, ঐশ্বরিয়া এবং অজয় দেবগনের অভিনয় ব্যাপক সমাদৃত হয়েছিলো দর্শকমহলে। এই প্রথম তিনজন একসঙ্গে স্ক্রিন শেয়ার করছিলেন। সমীর (সালমান খান) এবং নন্দিনী (ঐশ্বরিয়া রাই বচ্চন) এর প্রেমের গল্পকে কেন্দ্র করে আবর্তিত ছবিটি। ছবিতে দেখা যায় সমীরের সাথে নন্দিনীর প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও নন্দিনীর বিয়ে হয় বনরাজের (অজয় দেবগন) সাথে। অবশেষে, যখন বনরাজ নন্দিনীকে সমীরের হাতে তুলে দিতে চায় সেই সময় মন পালটায় নন্দিনী‌। সমীরের সাথে পালিয়ে যাওয়ার পরিবর্তে বনরাজের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। নন্দিনী এবং সমীরের চরিত্র এবং তাদের কেমিস্ট্রি মানুষের এতোটাই পছন্দ হয়েছিলো যে সেই সময় অনেকেই বলেছিলেন যে সমীরের সাথেই নন্দিনীর বিয়ে হলে বেশি ভালো হতো।

বলিউড,বিনোদন,রামলীলা,কাই পো চে,আশিকি ২,হাম দিল দে চুকে সনম,Bollywood,Entertainment,Ramleela,Kai Po Che,Hum dull de chuke Sanam