আরও উন্নত হবে স্বাস্থ্য পরিষেবা, বাংলায় তৈরি হবে ৪টি হাসপাতাল, কোথায় জানেন?

New ESI Hospitals will be build in West Bengal

আরও উন্নত হবে স্বাস্থ্য পরিষেবা, বাংলায় তৈরি হবে ৪টি হাসপাতাল, কোথায় জানেন?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাংলার মানুষের জন্য দারুণ সুখবর। স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে কেন্দ্রের প্রস্তাবে সাড়া দিল নবান্ন। ফলে একইসাথে চার চারটি নতুন ইএসআই হাসপাতাল (ESI Hospital) তৈরির অনুমতি মিলল। কোথায় কোথায় চালু হবে এই ESI হাসপাতালগুলো? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

বাংলায় তৈরি হবে ৪টি নতুন ESI Hospital

বর্তমানে গোটা দেশে মোট ১৬০ টি ইএসআই হাসপাতাল আছে। তবে বাড়তে থাকা জনসংখ্যার সাথে হাসপাতালের প্রয়োজনও বাড়ছে তাই মোট ৬৮টি নতুন হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে যার মধ্যে ৪টি হবে পশ্চিমবঙ্গে। একইসাথে এই হাসপাতালগুলিতে প্যারামেডিক্যাল, পিএইচডি, এমডি ও নার্সিংয়ের কোর্সও চালু করা হবে বলে জানা যাচ্ছে।

এখন অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাংলার কোথায় তৈরি হবে এই হাসপাতালগুলি? উত্তরে জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর আর দার্জিলিং জেলায় তৈরি করা হবে নতুন ESI হাসপাতালগুলি। যেখানে ১০০টি করে বেড থাকবে। আর রোগীরা ভর্তি হওয়ার পর উচ্চমানের চিকিৎসা পাবেন।

কেন্দ্রের প্রস্তাবে সারা নবান্নর

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফ থেকে রাজ্যের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল নতুন হাসপাতাল তৈরির জন্য। এক্ষেত্রে সমস্ত ধরণের সহায়তা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। ESI পরিচালন পর্ষদের তরফ থেকে এস. পি. তিওয়ারি জানাচ্ছেন, আগামী কয়েক মাসের মধ্যেই দার্জিলিং ও হলদিয়াতে দুটি ১০০ বেদের হাসপাতাল চালু হতে চলেছে। এরপর খড়্গপুর ও শ্যামনগরে বাকি দুটি হাসপাতাল তৈরি করা হবে।

আরও পড়ুনঃ আধার কার্ডেরও রয়েছে ভ্যালিডিটি! কতদিনে আপডেট করতে হয় জানেন?

স্বাস্থ্য আধিকারিকদের মতে, দার্জিলিংয়ের মত পাহাড়ি এলাকায় হাসপাতাল তৈরির প্রস্তাবে বহু মানুষ উপকৃত হবেন। তাছাড়া বাংলায় নতুন ৪টি হাসপাতাল চালু হলে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও মালদার বিরূপরেও দুটি নতুন হাসপাতাল তৈরির প্রস্তাব আছে বলে জানা গিয়েছে।

সঙ্গে থাকুন ➥