ভিডিওতে দেখুনঃ ৪ বছরের খুদে কন্যার গলায় ‘মা তুঝে সালাম’! মুখ্যমন্ত্রী নিজে করলেন শেয়ার

৪ বছরের ছোটো একটা মেয়ে অবলীলায় গাইছে ‘মা তুঝে সালাম’। যা বিখ্যাত এ আর রহমানের গলায়। এই খুদের বাড়ি মিজোরামে। এই কন্যার গানে মন্ত্রমুগ্ধ হয়েছে অগুনতি নেট দুনিয়ার মানুষ। মিজোরামের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জোরামথংগা নিজের ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে শেয়ার করেছেন এই গানের ভিডিওটি।

Avatar

Koushik Dutta

X