বিএসএনএল,ভারত,টেলিকম সংস্থা,5G,ইন্টারনেট,BSNL,India,Telecom Company,Internet,ফাইভ জি

Moumita

জিও-এয়ারটেলকে টক্কর দিতে ধামাকা অফার নিয়ে আসছে BSNL, খুব শীঘ্রই চালু হচ্ছে 4G এবং 5G পরিষেবা

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই দেশজুড়ে চালু হতে চলেছে 5G ঝড়। ডিজিটাল দুনিয়ায় যে এবার বড়ো বিপ্লব আসতে চলেছে এই কথা কার্যত পরিস্কার। আর এই কারণেই দেশের বড়ো বড়ো টেলিটক সংস্থাগুলি এখন বেজায় ব্যস্ত। কে কত কম খরচে গ্রাহকদের বেস্ট সুবিধা দিতে পারে চলছে তার প্রতিযোগিতা। এমতাবস্থায় পিছিয়ে পড়েছে বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)।

   

দেশে এইমুহুর্তে যখন সবাই 5G নেটওয়ার্ক তৈরিতে ব্যস্ত তখন বিএসএনএল এখনও সম্পূর্ণভাবে 4G পরিষেবা শুরু করতে পারেনি। তবে রেসে খানিকটা পিছিয়ে থাকলেও আবার নতুন করে শুরু করেছে সংস্থাটি। সাম্প্রতিক খবর অনুযায়ী, সাল ২০২৩ এর জানুয়ারি মাসের মধ্যেই বিএসএনএল গোটা ভারতের মধ্যে তাদের 4G পরিষেবা শুরু করবে।

প্রথমে এই বছরের সেপ্টেম্বরে চালু হওয়ার খবর এলেও এখন শোনা যাচ্ছে নিজেদের গোছাতে আরো খানিকটা সময় নেবে এই সংস্থাটি। পরের বছর জানুয়ারির মধ্যেই সমগ্র দেশেই চালু হবে বিএসএনএল-র 4G পরিষেবা।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, সাল ২০২৩ এর জানুয়ারির মধ্যেই গোটা দেশে চালু হবে বিএসএনএল-র 4G নেটওয়ার্ক। তিনি আরও বলেছেন যে, রাষ্ট্র-চালিত টেলিকম সংস্থাটি ২০২৩ সালের আগস্ট মাস থেকে ভারতে তার দেশীয় 5G নেটওয়ার্ক চালু করতে প্রস্তুত।

পাশাপাশি খবর মিলেছে যে, BSNL ভারতে 4G এবং 5G নেটওয়ার্ক চালু করার জন্য Tata Consultancy Services (TCS) এর প্রযুক্তি ব্যবহার করতে পারে। টেলিকম প্রযুক্তি বিকাশকারী সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (C-DOT) এর সাথে BSNL-এর জন্য কোর 4G প্রযুক্তি এবং রেডিও সরঞ্জাম তৈরিতে হাত লাগিয়েছে TCS। এবং ইতিমধ্যেই TCS এবং BSNL-র মধ্যে ২ বিলিয়ন ডলারের একটি চুক্তিও স্বাক্ষরিত হতে পারে বলে খবর।