5 bengali mega serial hindi remake got super flop

বাংলায় সুপারহিট, হিন্দিতে চূড়ান্ত ফ্লপ, এই ৫ বাংলা সিরিয়ালের হিন্দি রিমেক ডুবিয়েছে বাংলার নাম

নিউজ শর্ট ডেস্কঃ Bengali Mega Serials Remake In Hindi : কোনো সিরিয়ালের(Bengali Mega Serial) টিআরপি(TRP) না থাকলেই তা যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক তেমনি নতুন সিরিয়াল এসেই চলেছে। তবে এর মধ্যে থেকেও এমন কিছু ধারাবাহিক থাকে যা দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নেয়। অনেক ক্ষেত্রে এই সমস্ত ধারাবাহিকগুলোর হিন্দি কিংবা অন্যান্য ভাষাতে রিমেক করতে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় বাংলায় কোন ধারাবাহিক সুপারহিট হলেও হিন্দিতে(Hindi Remake) গিয়ে সুপার ফ্লপ হয়ে যায়।

আজকের এই প্রতিবেদনে এমনই কিছু ধারাবাহিকের কথা আপনাদেরকে জানাবো যেগুলো হিন্দিতে রিমেক করে চূড়ান্ত ফ্লপ হয়েছে।

১) পটল কুমার গানওয়ালা (Potol Kumar Gaanwala) : বাংলা সিরিয়ালের এক সময় জনপ্রিয় এবং সুপারহিট ধারাবাহিক ছিল পটল কুমার গানওয়ালা। হিয়া দে, সাহেব চ্যাটার্জী, স্বাগতা মুখার্জি অভিনীত এই ধারাবাহিক এতই সুপারহিট হয়েছিল যে হিন্দি ছাড়াও অন্যান্য ভাষাতেও তৈরি করা হয়। হিন্দিতে এই ধারাবাহিকের নাম ছিল ‘‌কুলফি কমার বাজোওয়ালা’‌। কিন্তু প্রথম কদিন এই ধারাবাহিক ভালো চললেও বাংলায় পটলের মতো জনপ্রিয়তা পায়নি কুলফি।

২) মা (Maa) : বাংলা টেলিভিশন জগতের আরেক দুর্দান্ত এবং ব্লকবাস্টার ধারাবাহিক ‘মা’। দীর্ঘ কয়েক বছর এই ধারাবাহিক রমরমিয়ে চলেছিল। মা এবং মেয়ের সম্পর্কের এক সুন্দর বর্ণনা দেওয়া হয় এই সিরিয়ালে। তবে এটির হিন্দি ধারাবহিক মেরি মা সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারিনি। তাই খুব অল্প সময়ের মধ্যেই ধারাবাহিক শেষ করে দেওয়া হয়।

৩)  কে আপন কে পর (Ke Apon Ke Por) :  এই ধারাবাহিকেরও হিন্দি রিমেক বানানো হয়েছিল। কিন্তু বাংলায় যতটা সফল হয়েছিল হিন্দিতে ততটাই ফ্লপ হয় এটি।

৪) মিঠাই (Mithai) :  বর্তমান সময়ে বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তকমা জিতেছিল মিঠাই। বেশ কয়েক মাস আগে এই ধারাবাহিক শেষ হয়েছে। তবে এই ধারাবাহিকের ও হিন্দি রিমেক বানানো হয়েছিল। এখানে অভিনয় করেছিলেন বাংলার মেয়ে দেবত্তমা সাহা এবং আশীষ ভরদ্বাজ। কিন্তু বাংলার মতো জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয় এই সিরিয়াল।

৫) মোহর (Mohor) : স্টার জলসার আরেক জনপ্রিয় ধারাবাহিক মোহর। এখানে শঙ্খ এবং মোহরের জুটি দর্শকদের মনে প্রবলভাবে জায়গা করে নিয়েছে। তাই হিন্দিতে মোহরের হিন্দি শুরু হয়  ‘শৌর্য অউর অনোখী কী কহানি’ নামে। কিন্তু এটি জনপ্রিয়তা পায়নি।

Avatar

Papiya Paul

X