নিউজশর্ট ডেস্কঃ ঘুরতে যেতে কে না ভালবাসেন! আর মানুষের ঘুরতে যাওয়ার জন্য অন্যতম পছন্দের জায়গা সমুদ্র। কাছেপিঠে হোক কিংবা দূরে কোথাও সমুদ্রে ঘুরতে গেলে মন যেন ফুরফুরে হয়ে যায়। সমুদ্র সৈকতের কথা মনে পড়লেই সবার প্রথমে মনে আসে বিশাল জলরাশি, বিশাল বড় বড় ঢেউ আর ঠান্ডা হাওয়া।
তবে আপনারা জানলে অবাক হবেন, এই পৃথিবীতে এমন কিছু সমুদ্র সৈকত আছে। যেখানে যেতে চাওয়া তো দূরের কথা নাম শুনলেও ভয়ে আঁতকে ওঠে মানুষজন। আজকের এই প্রতিবেদনে এমনই কিছু ভয়ংকর সমুদ্র সৈকত(Haunted Sea Beach) সম্পর্কে আপনাদেরকে জানাবো যেগুলো সম্পর্কে শুনলে আপনার গা শিউরে উঠবে।
১) কঙ্কাল সমুদ্রসৈকত, নামিবিয়া – বিশ্বের সবচেয়ে ভয়ংকর সমুদ্র সৈকত হিসেবে এই জায়গাকে বলা হয়। এই সৈকতের চারদিকে প্রচুর জাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে।
২) চাঙ্গি বিচ সিঙ্গাপুর- দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের চিৎকার নাকি এখনো পর্যন্ত এই সমুদ্রসৈকত থেকে শোনা যায়। এমনটাই মনে করেন এখানকার লোকজনেরা।
৩) হিগবি, কেপ মে – শোনা যায়, নিউ জার্সির কেপ মে’র হিগবি বিচে প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়ায়।
৪) কোকুইনা, ফ্লোরিডা – ফ্লোরিডার এই সমুদ্র সৈকতে নানা রকমের ভৌতিক গল্প শোনা যায়। এই সমুদ্র সৈকতে অনেক রহস্যময় ঘটনা রয়েছে।
৫) বেকার বিচ, সান ফ্রান্সিসকো – সূর্যাস্তের পর এই সমুদ্র সৈকতে যাওয়া একেবারেই নিষেধ। সন্ধ্যের পর এখানে নাকি নানারকমের প্রেতাত্মারা ঘুরে বেড়ায়।