পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজও অনেক প্রবীণ নাগরিকেরা সঞ্চয়ের জন্য ফিক্সড ডিপোজিট বা এমআইএস করেন। কখনো ব্যাঙ্ক তো কখনো পোস্ট অফিসে এই প্রকল্পে (Post Office Schemes) টাকা বিনিয়োগ করা হয়। তবে আর্থিক বছর শেষের আগে অর্থ্যাৎ ৩১শে মার্চের সময় আয়কর ছাড় পেতে বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রে পোস্ট অফিসের তরফ থেকে মোট ৫টি প্রকল্প রয়েছে যেখানে বিনিয়োগ করে আপনি অনেকটাই ট্যাক্স বাঁচাতে পারেন। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই রইল বিস্তারিত তথ্য।
পোস্ট অফিস সেভিং স্কিমে আয়কর ছাড়
আয়কর আইন ১৯৬১ এর ৮০ সি ধারা অনুযায়ী দেড় লক্ষ টাকা পর্যন্ত কর চার পাওয়া যায় নানান স্কীমে টাকা বিনিয়োগ করে। তবে এই ছাড় পাওয়া ছাড়াও কোনো স্কীমে বিনিয়োগের আগে দেখতে হয় কতটা রিটার্ন পাওয়া যাবে বা ঝুঁকি কতটা। এক্ষেত্রে যদি ভালো সুদ আর মোটা লাভ পেতে চান তাহলে পোস্ট অফিসের এই প্রকল্পগুলির মধ্যেই একটি বেছে নিতে হবে আপনাকে।
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম
এই প্রকল্পে ৫ বছরের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে ৮০ সি ধারা অনুযায়ী দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। তক্ষেত্রে ৫ বছরের জন্য টাকা ফিক্স করতে হয় যার বদলে প্রতিবছর ৭.৫% হারে সুদ পাওয়া যাবে। চাইলে ৫ বছরের কমেও করতে পারেন, তবে সেক্ষেত্রে কোনো কর ছাড় পাওয়া যাবে না।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF প্রকল্পেও এক বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ৮০ সি ধারা অনুযায়ী কোনো ট্যাক্স দিতে হবে না। এই প্রকল্পে বর্তমানে ৭.১% হারে সুদ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আরেকটি সুবিধা হল মোট টাকার উপরে যে সুদ পাওয়া যাবে সেটাও ট্যাক্স ফ্রি হবে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট
পোস্ট অফিসের আরেকটি দুর্দান্ত সঞ্চয়ে প্রকল্প হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC। দেখতেও দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ কর মুক্ত। তবে এক্ষেত্রে লক ইন পিরিয়ড ৩ বছর। আর এক্ষেত্রেও পিপিএফ প্রকল্পের মত ৭.১% সুদ পাওয়া যাবে।
সিনিয়ার সিটিজেন সেভিংস স্কিম
সাধারণ নাগরিকদের তুলনায় সিনিয়ার সিটিজেন সেভিংস স্কীমে বেশি সুদ প্রদান করে পোস্ট অফিস। এই প্রকল্পে বর্তমানে ৮.২% হারে সুদ দেওয়া হচ্ছে। আপনি নূন্যতম ১০০০ টাকা থেকে শুরু করে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এর মধ্যে ১.৫ লক্ষ টাকা আয়কর মুক্ত হয়ে যাবে।
আরও পড়ুনঃ জল অপচয় বরদাস্ত নয়, বন্ধ হবে রাস্তার কল! করা পদক্ষেপ নেবে রাজ্য সরকার
সুকন্যা সমৃদ্ধি
কন্যা সন্তানের জন্য যদি আপনি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সেখানে বিনিয়োগও ট্যাক্স ফ্রি। এই প্রকল্পে ৮.২% হারে সুদ পাওয়া যায়। বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপরে কোনো কর লাগে না।