জালিয়াতি রুখতে রেশন নিয়ে বড় সিদ্ধান্ত, চিন্তায় সরকারি কর্মীরা

Delhi Government on Employees Taking Ration

জালিয়াতি রুখতে রেশন নিয়ে বড় সিদ্ধান্ত, চিন্তায় সরকারি কর্মীরা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের দরিদ্র মানুষদের খাদ্যশস্য প্রদানের জন্য বিনামূল্যে রেশন প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু বিগত কয়েকমাসে একাধিকবার রেশন বন্টন ব্যবস্থা (Ration System) নিয়ে করা ঘোষণা মিলেছে কেন্দ্রের তরফ থেকে। আর এবার সরকারি কর্মীদের বিরুদ্ধেই উঠল বড়সড় অভিযোগ। সরকারি চাকরি থাকা সত্ত্বেও রেশন নেওয়ার অভিযোগ উঠেছে কয়েক হাজার কর্মীদের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী প্রায় ৫০০০এরও বেশি সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কী করা হবে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ফ্রি রেশন নিচ্ছে সরকারি কর্মীরাও!

নিয়ম অনুযায়ী দরিদ্র পরিবারের মানুষদের জন্যই সরকার রেশন প্রদান করে। সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ সত্ত্বেও দীর্ঘদিন ধরেই নাকি সরকারি কর্মীরা রেশন থেকে খাদ্যসামগ্রী নিচ্ছেন বলে অভিযোগ মিলছে। তাই এবার এই সমস্ত কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দিল্লি সরকারের আইটি বিভাগ।

সম্প্রতি রেশন কার্ডের রেকর্ড পর্যবেক্ষণের সময় আয়কর বিভাগের তরফ থেকে ৫,৬০০ জন কর্মীকে চিহ্নিত করা হয়েছে যারা দিল্লি সরকারের হয়ে কর্মরত হলেও রেশন থেকে দিব্যি ভর্তুকিযুক্ত রেশন নিয়ে চলেছেন। জানা যাচ্ছে এই কর্মীদের রেশন কার্ডের নাম্বার, এমপ্লয়ী কোড, পদের সমস্ত তথ্য দিয়ে লিস্ট তৈরি করা হচ্ছে। তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ভবিষ্যতে যে ভর্তুকির রেশনসামগ্রী নিয়েছেন সেই টাকাটাও আদায় করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বড় পর্দাফাঁস করল আয়কর বিভাগ!

যেমনটা জানা যাচ্ছে, আয়কর দফতরের কাছে খাদ্য ও সরবরাহ বিভাগ, বেতন ও হিসাবে অফিস আর রাজস্ব রেকর্ডগুলি এসেছিল প্রাথমিক পর্যালোচনার জন্য। তখনই গোটা বিষয়টা নজরে আসে। অধিকারীদের মতে, একটা ইউনিফায়েড ডেটা হাব তৈরি করা হচ্ছে, যেটা সমস্ত বিভাগকে ডেটা আদান প্রদান করতে পারবে। এর মাধ্যমে, সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা আরও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে।

আরও পড়ুনঃ শিয়ালদহ স্টেশনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, মুহূর্তেই উত্তপ্ত পরিস্থিতি, উত্তমমধ্যম দিল পাবলিক

এপর্যন্ত ৫,৬২১ জন রেশন উপভোক্তা সরকারি কর্মীদের খোঁজ মিলেছে। এমনকি পরিবারের প্রধান হিসাবে নাম রয়েছে ৩৯৫ জনের। সেক্ষেত্রে সরকারি কর্মী হয়েও রেশন কেন নিচ্ছেন এই প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার অপেক্ষা হয় সেটা দেখার।

সঙ্গে থাকুন ➥