এসি,AC,শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র,Air Conditioner,সহজ টিপস,Easy Tips,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Technology: অনেক বাঁচবে ইলেকট্রিকের বিল, AC চালানোর আগে করুন এই ৬ কাজ

নিউজ শর্ট ডেস্ক: মার্চ মাস পড়তে না পড়তেই ঘরে চলতে শুরু করেছে ফ্যান। কেউ আবার এসি চালানোর কথা ভাবছেন। যদিও সেই গরম এখন পড়েনি। তবে খুব শিগগিরই আসছে এসি চালানোর দিন। কিন্তু মাঝে বেশ অনেকদিন যেহেতু শীতের জন্য এসি চালানো বন্ধ ছিল তাই আগামী দিনে এসি চালানোর আগে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। আসুন জানা যাক এসি চালানোর কিছু সহজ টিপস।

   

ফিল্টার পরিষ্কার : গরম কালে একটানা এসি চালানোয় এসির ফিল্টারে ময়লা জমে। তাই হাঁসফাঁস করা গরম পড়ার আগে  আগাম প্রস্তুতি নিতেই এসির  ফিল্টার পরিষ্কার করে নিতে হবে। কারণ ধুলো-ময়লা জমে  ফিল্টার নোংরা থাকলে এসি থেকে ঠান্ডা হাওয়া বেরতে চায় না। এরফলে এসির ঘর ঠান্ডা  করার ক্ষমতা কমে যায়।

কয়েল পরিষ্কার : এসি একটানা অনেকদিন বন্ধ থাকায় কনডেন্সার এবং ইভাপোরেটর কয়েলে ময়লা জমা হতে পারে। তাই গরমে এসি চালু করার আগে এই কয়েল পরিষ্কার করে নেওয়াই ভালো।

এসি,AC,শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র,Air Conditioner,সহজ টিপস,Easy Tips,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আউটডোর ইউনিটও পরিষ্কার : তবে শুধু এসির ফিল্টারই নয়, স্প্লিট এসির আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিটে ধুলো-ময়লা জমে। তাই বাড়তি খরচ কমাতে নিজেরাই তা পরিষ্কার  করে নেওয়া যেতে পারে। এরফলে এসির কুলিং সিস্টেম-ও  ঠিক মতো কাজ করে।

আরও পড়ুন: বিনামূল্যে রিচার্জ প্ল্যান আনছে রামদেবের পতঞ্জলি সিম কার্ড! হাত কামড়াচ্ছে Jio-Airtel-VI

তার পরীক্ষা : ইঁদুরের উৎপাত কমবেশি সবার বাড়িতেই থাকে। অনেক সময় ইঁদুরই এসির এই তার কেটে ফেলে। তাই অনেকদিন এসি বন্ধ থাকলে সেদিকে বিশেষ নজর দিতে হবে। তাই গরম কালে এসি চালাতে গিয়ে সমস্যায় পড়ার আগেই সুইচ অন করে সমস্ত কানেকশন চেক করে নেওয়াই ভালো। 

 

মোড এবং তাপমাত্রা পরীক্ষা : অনেকসময় মাসের পর মাস এসি জন্য বন্ধ থাকলে, এটি বন্ধ করার আগে এর মোড এবং তাপমাত্রা পরিবর্তন করতে হতে পারে। তাই এসি চালু করার পর, মোড এবং তাপমাত্রা পরীক্ষা করে নেওয়াই ভালো।