পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময়ের সাথে রাস্তঘাটে গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে কলকাতা শহরে ও নিউটাউনের মত এলাকায় গাড়ি, বাস থেকে শুরু করে ট্রাকের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে রাস্তা পার হওয়া রীতিমত ঝামেলায় পরিণত হয়েছে। এপার থেকে ওপারে যাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় পথচারীদের। তবে এবার এই সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৬টি আন্ডারপাস তৈরির।
নিউটাউনে তৈরি হবে নতুন ৬টি আন্ডার পাস
আসলে নিউটাউনে দিন দিন গাড়ির চাপ বেড়েই চলেছে। তাই প্রায়দিন অ্যাকসিডেন্টের খবর পাওয়া যায়। আর ব্যস্ত রাস্তা সিগন্যালের কাছে পারাপার কর্রার থেকেই নিরাপদ হল আন্ডারপাস। নিউটাউনে একাধিক আন্ডারপাস রয়েছে ঠিকই। তবে সেগুলো যথেষ্ট নয়, তাই এবার আরও ৬টি নতুন আন্ডার পাস তৈররি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে শুধুই পথচারীদের নয় নয়, গাড়ির জন্যও থাকবে আন্ডারপাস।
ইতিমধ্যেই মোট ছয়টি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে ভেহিকুলার আন্ডারপাস ও পেডেস্ট্রিয়ান আন্ডারপাস তৈরি করা হবে। এর ফলে সাধারণ মানুষের যেমন সুবিধা হবে তেমনি ট্রাফিকের চলাচলও আরও মসৃণ হবে।
২ মাসের মধ্যেই জমা পড়বে প্রাথমিক রিপোর্ট
যেমনটা জানা যাচ্ছে, হিডকো কর্তৃপক্ষকেই এই আন্ডারপাস তৈরির বরাত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গিয়েছে। শুরুতে নকশা, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে মাটি পরীক্ষা করা হবে। এরপর আগামী ২ মাসের মধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা করা হবে। তারপর সব ঠিক থাকলেই শুরু হবে কাজ।
আরও পড়ুনঃ পকেটে ৩০ টাকা থাকলেই পৌঁছে যাবেন দীঘা, জোড়া লোকাল ট্রেন চালু করল দক্ষিণ-পূর্ব রেল, রইল টাইমটেবিল
কোথায় হচ্ছে নতুন আন্ডারপাস?
নিউটাউনের টাটা মেডিক্যাল সেন্টারের সামনেই একটি আন্ডারপাস তৈরি হবে বলে জানা যাচ্ছে। সেখানে পথচারী ও গাড়ি উভয়ের জন্য ব্যবস্থা থাকবে। এছাড়া বিশ্ব বাংলা গেট পেরিয়ে ইকো পার্কার দিকে কিছুটা গেলেই দেখা মেলে দ্য ওয়েস্টিং হোটেল, সেখান থেকে চিনার পার্ক পর্যন্ত মোট চারটি আন্ডারপাস তৈরি হবে বলে জানা যাচ্ছে। কলকাতার দিকে ও এয়ারপোর্টের দিকে যাওয়র জন্য আলাদা লেন থাকবে এই আন্ডারপাসগুলিতে এমনটাই জানা যাচ্ছে।