6 vegetables which helps to boost brain power and memory

যা পড়বে তাই আজীবন থেকে যাবে মনে, এই ৬ খাবার খেলেই ১০০ গুণ বেড়ে যাবে ব্রেনের শক্তি

নিউজশর্ট ডেস্কঃ প্রতিটা মা-বাবাই চান তাদের সন্তান যাতে বুদ্ধিমান হয়। এতে পড়াশোনায় যেমন ভালো ফল করবে তেমনি স্বাভাবিক জীবনযাপন থেকে শুরু করে কর্মক্ষেত্রেও সফলতা পাবে। তাই অনেকেই মস্তিষ্ককে আরও তীক্ষ করার জন্য ব্রেন এক্সারসাইজ করেন। তবে জানলে অবাক হবেন প্রতিদিনের খাবারে মধ্যে যদি বিশেষ কিছু ফল ও সবজি যোগ করা যায় তাহলেই আপনার মস্তিষ্কের ক্ষমতা প্রায় ১০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ আপনাদের সেই সমস্ত সবজি ও ফলের সম্পর্কেই জনাব।

ব্রকোলি (Broccoli) : প্রথম দেখায় অনেকেই হয়তো এই সবজিকে ফুলকপির সাথে গুলিয়ে ফেলেন। দেখতে এক হলেও স্বাদ ও গুণে কিন্তু একেবারেই আলাদা ব্রকোলি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন K, C পাওয়া যায়। যেটা মস্তিকের জন্য খুবই উপকারী। ভিটামিন K মস্তিষ্কের কোষগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে আর ভিটামিন C অক্সিডেটিভ হওয়া রোধ করে।

Broccoli

পালং শাক (Palak) : পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন K ও B-9 থাকে। এগুলো মস্তিস্তের কোষের পুষ্টির জন্য যেমন প্রয়োজন তেমনিই আয়রন রক্ত তৈরির সাহায্য করে। একইসাথে Vitamin K ও B-9 কোষের স্বাস্থ্যের খেয়াল রাখে।

গাজর ও বেগুন (Carrots and Brijals) : গাজর খেলে শরীরে বিটা ক্যারোটিন ও ভিটামিন A প্রবেশ করে। যেটা চোখের জন্য খুবই উপকারী। একইসাথে মস্তিষ্কের জন্যও ভালো। এদিকে বেগুনের মধ্যে অ্যান্থোসায়ানিন প্রচুর পরিমাণে পাওয়া যায় যেটা মস্তিষ্কের কোষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য সাহায্য করে।

Carrots and Egg PLant

ক্যাপসিকাম (Capsicum) :  ভিটামিন C তে ভরপুর থাকে ক্যাপসিকাম যেটা খেলে মস্তিষ্ককে অক্সিডেটিভ হওয়ার থেকে বাঁচায়। যার ফলে একদিকে যেমন মনে রাখার ক্ষমতা বাড়ে তেমনি মস্তিস্তের কোষগুলো আরও সতেজ হয়ে ওঠে।

আরও পড়ুনঃ কাজু-বাদামের থেকেও বেশি উপকারী! এই ফল খেয়েই বাঘের মত শক্তিশালী হতেন মহারাজারা

ব্রাউন বিনস (Brown Beans) : ব্রাউন বিনসের মধ্যেও প্রচুর পরিমাণে B-9 পাওয়া যায়। যেটা মস্তিষ্কের কোষগুলির স্বাস্থ্য ঠিক রাখার জন্য সাহায্য করে। একইসাথে মস্তিষ্কের মনে রাখার ক্ষমতা বাড়াতেও এই বিনস বেশ ফলপ্রসূ।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X