অবসরের আগেও মেলে সুবিধা, EPFO এর এই ৭টি পেনশন সম্পর্কে জানেন?

7 Types of EPFO Pension

অবসরের আগেও মেলে সুবিধা, EPFO এর এই ৭টি পেনশন সম্পর্কে জানেন?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভারতের বেসরকারি কর্মীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর তরফ থেকে নানা ধরনের পেনশন (EPFO Pension) সুবিধা প্রদান করা হয়। এর জন্য অবশ্য কিছু নিয়ম রয়েছে। কোনো ব্যক্তি ১০ বছর EPFO-তে নিয়মিত অবদান রাখলে তবেই পেনশনের জন্য যোগ্য হন। কিন্তু পেনশনের সম্পর্কে জানলেও অনেকেই জানেন না যে EPFO-র অধীনে ৭ ধরনের পেনশন সুবিধা রয়েছে। কী কী? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

EPFO এর আওতায় রয়েছে ৭ ধরণের পেনশন | 7 Types of EPFO Pension

সাধারণত ৫৮ বছর বয়সে পেনশন শুরু হয়, তবে বিভিন্ন শর্তে পরিবারের সদস্যরাও পেনশন পেতে পারেন। আর মোট ৭ ধরণের পেনশন পাওয়া যেতে পারে। এর মধ্যে কোনটি আপনার জন্য সেরা হবে? চলুন দেখে নেওয়া যাক পেনশনগুলি ও তাদের সুবিধা।

১। আগাম পেনশন: নাম থেকেই বোঝা যাচ্ছে এটা অবসরের বয়স হওয়ার আগেও পাওয়া যায়। আসলে যদি কোনো ব্যক্তি ৫৮ হওয়ার আগেই অবসর নিতে চান তাহলে ৫০ বছর থেকেই Early Pension এর জন্য আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে পেনশনের পরিমাণ ৪% হারে কমে যায়।

২। অবসর পেনশন: যেমন নাম তেমনই কাজ, আপনি যদি এই পেনশন পেতে চান তাহলে ৫৮ বছর নয় বরং ৬০ বছর অবধি অপেক্ষা করতে হবে। তাহলেই পেনশন পাবেন। এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল পেনশন ৪% হারে বেশি পাওয়া যাবে।

৩। প্রতিদ্বন্দ্বী পেনশন: যদি কর্মীজীবনে বা কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনার কারণে আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তাহলে এই পেনশন চালু করে দেওয়া হয়। তবে এই পেনশনে পাওয়ার একটি শর্ত রয়েছে। সেটি হল, আপনি ২ বছর কর্মরত থাকলে তবেই এই পেনশনের জন্য যোগ্য হবেন।

৪। বিধবা ও সন্তানের জন্য পেনশন: যদি কোনো কর্মরত ব্যক্তি মারা যান যার EPFO অ্যাকাউন্ট ছিল তাহলে তার স্ত্রী ও দুই সন্তান ২৫ বছর বয়স অবধি পেনশন পেতে পারেন। এমনকি তৃতীয় সন্তানও পেনশনের যোগ্য হতে পারে, তবে সেক্ষেত্রে প্রথম সন্তানের বয়স ২৫ এর বেশি হতে হবে।

৫। অনাথ পেনশন: এটি খানিকটা সন্তানদের পেনশনের মতই। তবে এক্ষেত্রে যদি বাবা বা মা দুজনেই মারা যান। তাহলে কোনো একজনেরও যদি EPF থাকে তাহলে সন্তান ২৫ বছর বয়স হওয়া অবধি পেনশন পাওয়ার যোগ্য হয়।

আরও পড়ুনঃ রথের আগেই চালু হাওড়া-পুরী স্পেশাল বন্দে ভারত, দেখুন টাইমটেবিল সহ ভাড়া

৬। নমিনি পেনশন: EPF চালু করার সময়ই নমিনির নাম নথিভুক্ত করতে হয়। এক্ষেত্রে যদি কোনো EPF অ্যাকাউন্ট থাকা ব্যক্তি বিয়ে না করে থাকেন তাহলে যাকে নিজের নমিনি করে যাবেন তাকেই পেনশন দেওয়া হয়। এটিকেই নমিনি পেনশন বলে হয়।

৭। বাবা-মায়ের পেনশন: যদি কোনো কর্মী যে EPF এ অবদান রাখে ও তার মৃত্যু হয়। এবং সেই সময় মা-বাবা ছাড়া তার আর কেউ না থাকে তাহলে মা-বাবা ওই কর্মীর আয়ের উপর নির্ভরশীল হওয়ার দরুন মা-বাবাকে কর্মীর মৃত্যুর পর পেনশন প্রদান করা হয়।

এই ছিল EPFO এর দ্বারা প্রদত্ত বিভিন্ন পেনশনের তালিকা ও তার সম্পর্কে বিস্তারিত।

সঙ্গে থাকুন ➥