পার্থ মান্নাঃ সামনেই কালীপুজো ও দীপাবলী অর্থাৎ উৎসবের মরশুম। আর এরই মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এল সুখবর। কিছুদিন আগেই বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা বা DA। সকলে ৪% বৃদ্ধি আশা করেছিলে ঠিকই, তবে সেটা হয়নি বরং ৩% বেড়ে এখন থেকে মহার্ঘ ভাতা হয়েছে ৫৩%। যার ফলে কিছুটা হলেও অতিরিক্ত টাকা আসবে সরকারি কর্মীদের পকেটে। এবার জানা যাচ্ছে DA নিয়ে অর্ডার জারি হয়ে গিয়েছে। যার ফলে কর্মীদের খুশি ডাবল হয়ে গিয়েছে। কারণ এর অর্থ হল দীপাবলির আগেই হয়তো অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকতে পারে। কত টাকা ঢুকতে পারে? সেটা জানার জন্য আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
DA নিয়ে অর্ডার জারি করল কেন্দ্র
মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর থেকেই সকলে অপেক্ষায় আছেন কবে বকেয়া DA এর টাকা অ্যাকাউন্টে ঢুকবে। এই ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির জেরে কেন্দ্রের অতিরিক্ত ৯৪৪৮ কোটি টাকা খরচ হবে। জানা যাচ্ছে ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের তরফ থেকে DA বৃদ্ধির মেমো জারি করা হয়ে গিয়েছে। তাতেই লেখা রয়েছে কবে থেকে DA বাড়বে কবে সেই টাকা ঢোকানো হবে সেই সম্পর্কে জানানো হয়েছে।
কবে থেকে কার্যকর নতুন DA?
যেমনটা ঘোষণা করা হয়েছিল বিগত জুলাই মাস থেকেই জারি করা হবে নতুন মহার্ঘ ভাতা। এর অর্থ হল জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসের DA বকেয়া থাকছে। আগামী মাসের বেতনের সাথেই এই টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। এবার নিশ্চই ভাবছেন কে কত টাকা পাবেন? নিচে তাঁর সম্ভাব্য উত্তর দেওয়া হল।
কত টাকা বেশি পাওয়া যাবে?
কত টাকা বেশি ঢুকবে তার হিসাবে করার জন্য ধরে নেওয়া হল কোনো এক সরকারি কর্মীর বেসিক স্যালারি ১৮০০০ টাকা। সেক্ষেত্রে তাঁর আগের DA ছিল ৫০% হারে ৯০০০ টাকা তবে এখন ৩% বেড়ে DA হয়েছে ৫৩% তাই সে মহার্ঘ ভাতা হবে ৯৫৪০ টাকা। অর্থাৎ প্রতি মাসে ৫৪০ টাকা বেশি পাওয়া যাবে। সেই অর্থে তিন মাসের বকেয়া হিসাবে ৫৪০ X ৩ = ১৬২০ টাকা অতিরিক্ত পাওয়া যাবে।