Arijit

আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ গতির ৮টি বল করে ব্যাটসম্যানদের ঘুম ওড়ালেন দিল্লির বোলার

ক্রিকেটে প্রায়ই শোনা যায় বল হাতে আগুন ঝরানো। পেসাররা নিজেদের দুরন্ত গতিতে পিচে মাঝে মাঝেই আগুন ঝড়িয়ে দেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা মুখেই প্রচলিত। এবার কাজে করে দেখালেন দিল্লি ক্যাপিটালসের জোরে বোলার এনরিখ নরকিয়া।

   

বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে একের পর এক দুরন্ত গতিতে বোলিং করে মাঠের মধ্যেই আগুন ঝারালেন দিল্লি ক্যাপিটালসের জোরে বোলার এনরিখ নরকিয়া।

এইদিন ম্যাচের পর দেখা যায় চলতি আইপিএলে সব থেকে জোরে 8 টি বল করেছেন নরকিয়া। আর এই 8 টি বল এই ম্যাচেই করেছেন তিনি। যা দেখে অবাক হায়দ্রাবাদের ব্যাটসম্যানরাও।
নরকিয়ার সবথেকে গতিশীল বলটি ছিল ১৫১.৭১ কিলোমিটার প্রতি ঘণ্টার। পরের সাত’টি গলিশীল ডেলিভারি যথাক্রমে ১৫১.৩৭, ১৫০.৮৩, ১৫০.২১, ১৪৯.৯৭, ১৪৯.২৯, ১৪৯.১৫, ১৪৮.৭৬ কিলোমিটার প্রতি ঘণ্টার।